<p>২০২৫ সালে শনিবারও স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ— এমন তথ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।</p> <p>আজ শনিবার মন্ত্রণালয় ও মাউশি জানিয়েছে, ফেসবুকে ছড়ানো তথ্যটি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। কিসের ভিত্তিতে, কারা এমন তথ্য ছড়িয়েছে, সেটি তারাও জানেন না।</p> <p>গুজবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733310312-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/12/04/1453804" target="_blank"> </a></div> </div> <p>শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনও সেটি বহাল বলে জানিয়েছেন মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার। </p> <p>তিনি বলেন, আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনও সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি।</p> <p>বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়ে, আগামী বছর শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। শনিবারও স্কুল খোলা থাকবে।</p> <p>এমন তথ্য ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের।</p>