<p>ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পরিষদ কম্পাউন্ডে অবস্থিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের ভেতর-বাহিরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ বিরাজ করছে। বাহিরে ময়লা আবর্জনার স্তুপ ও ভিতরে কাদাপানিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভবনটিতে উপজেলা চেয়ারম্যানের দপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অফিস, মৎস কর্মকর্তার অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, খাদ্য কর্মকর্তার অফিস , সমবায় অফিস, কৃষি কর্মকর্তার অফিসসহ সাতটি অফিস রয়েছে।</p> <p>গতকাল রবিবার বেলা ১১টায় গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদের নবনির্মিত চারতলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের বাহিরে উত্তর-দক্ষিণ পাশে দীর্ঘ দিনের ময়লা আবর্জনার স্তুপ জমে আছে। নিচ তলায় সিড়ির পাশে কর্দমাক্ত হয়ে আছে। লোকজন কাদাপানি মাড়িয়ে উপরে বিভিন্ন দপ্তরে যাচ্ছেন। কাদাপানি পায়ে ও জুতোয় লেগে প্রতিটি অফিসের মেঝেতে ছড়িয়ে পরিবেশ আরও নোংরা হচ্ছে।</p> <p>নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, উপজেলা পরিষদে দুইজন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে সঞ্জিত নামে একজনকে ডেপুটেশনে জেলা প্রশাসকের দপ্তরে বদলী করা হয়েছে। আব্দুল হাকিম তরফদার নামে একজন পরিচ্ছন্নতা কর্মী শুধু নির্বাহী কর্মকর্তার দপ্তর পরিচ্ছন্ন করে। ফলে দিনের পর দিন ময়লা আবর্জনা জমে কম্পাউন্ডের ভিতর পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে উঠে। তবে অনেকেই মনে করেন উপজেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।</p> <p>নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আমরা কিভাবে আছি, উপজেলা প্রশাসনের কি টাকার অভাব? লোক না থাকলে বাহিরের লোক এনে পরিস্কার পরিচ্ছন্ন করা যায়তো। কোন অতিথি বা উধ্বতন কর্তৃপক্ষের লোকজন হঠাৎ এলে আমাদের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলবেন।</p> <p><img alt=\"\" src=\"/ckfinder/userfiles/images/Zesan/2323.jpg\" style=\"height:362px; width:600px\" /></p> <p>এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমানের কাছে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘এটা কি আমি করবো?’ পরে তিনি বলেন, ওই ভবনে বিভিন্ন দপ্তর আছে, স্টাফ আছে তারা কি করে?</p> <p>এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন, ময়লা আবর্জনা পরিবেশকে অস্বাস্থকর করে তুলছে। মাসিক সভায় আলোচনা করে নির্দেশনা দেওয়া হবে।</p>