মধুখালীতে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
মধুখালীতে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক
সংগৃহীত ছবি

ফরিদপুরের মধুখালীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (১৭ মার্চ) বালিয়াকান্দি আঞ্চলিক মহাসড়ক থেকে আটক করে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটকরা হলেন বোয়ালমারী উপজেলার চিতার বাজারের মৃত ইয়াসিন শেখের ছেলে মো. জহির শেখ (৫৫) এবং মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. মিজান (৩৮)।

স্থানীয় সূত্র জানায়, মধুখালী বাসস্ট্যান্ড থেকে বালিয়াকান্দিগামী একটি ব্যাটারিচালিত অটোতে উঠেছিলেন এক মধ্যবয়সী নারী।

কিছুদূর যাওয়ার পর মথুরাপুর এলাকায় পৌঁছালে অটোতে থাকা এক ব্যক্তি তার মুখের সামনে একটি কাগজের টুকরা ধরার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় ওই নারী সতর্ক হয়ে যান এবং আশাপুর শাহাদাত ক্লাব এলাকায় পৌঁছানোর পর জোরে চিৎকার দিয়ে অটো থেকে লাফ দেন। 

তারা আরো জানায়, তার চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসে এবং মোটরসাইকেলে ধাওয়া করে অটোটিকে আটক করে। এরপর অটোতে থাকা দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহায়তায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

মন্তব্য

সম্পর্কিত খবর

কালাইয়ে প্রাইভেটকার-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
শেয়ার
কালাইয়ে প্রাইভেটকার-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ছবি: কালের কণ্ঠ

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকার সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় বুধবার (১৯ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোভ্যানের চালকসহ ২ জন গুরুতর আহত হয়। 

নিহতরা হলেন— কালাই উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল এবং একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী।

 

আহতরা হলেন— একই গ্রামের ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ এবং একই ইউনিয়নের বুড়াইল গ্রামের আশরাফ আলী। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বুধবার বিকেলে অটোভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ তার ব্যাটারিচালিত ভ্যানে করে বাঁশের ব্রিজ এলাকা থেকে চার-পাঁচজন যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে বাঁশের ব্রিজ এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোভ্যানের দুই যাত্রী নিহত হন। সেই সঙ্গে ভ্যান চালকসহ আরো দুজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
দুর্ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে যায়। পরে প্রাইভেটকারের মালিককে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে অবস্থিত ওয়ালটন শোরুমের মালিক চয়নকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ ও কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান ওই গ্রামে গিয়ে উত্তেজিত স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন। নিহত পরিবারদের কোনো অভিযোগ না থাকায় প্রাইভেট কার মালিককে ছেড়ে দেওয়া হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন,‘নিহতের পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

’ 

কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান বলেন, ‘নিহতের ঘটনায় ভূগোইল গ্রামের লোকজন প্রাইভেটকারের মালিককে আটক করে নিয়ে যায়। এরপর গ্রামের মধ্যে আরো উত্তেজনা ছড়িয়ে পরে। খবর পেয়ে সেখানে গিয়ে সবার সাথে কথা বলে পরিবেশ শান্ত করা হয়।’

মন্তব্য

‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ছিনতাই

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ছিনতাই
সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচংয়ে কংশনগর সোনালি ব্যাংকের এক গ্রাহকের নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে টাকা ছিনতাই করেছে প্রতারক চক্র। বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ব্যাংকের ম্যানেজার মো. মাহফুজুল রহমান খান।

সোমবার দুপুর ১২টার দিকে ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার সোনালি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল কুদ্দুছ।

ভুক্তভোগী ও পুলিশ সূত্র জানায়, কুদ্দুছ ওই দিন নিজ বাড়ি থেকে একটি চেক নিয়ে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যান। তখন এক লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। এ সময় অপরিচিত ৫-৬ জন গ্রাহক সেজে কুদ্দুছের পাশে এসে টাকা গণনা করে একটি প্রতারক চক্র। তখনই ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) কুদ্দুছের নাকে-মুখে ছিটিয়ে দেওয়া হয়।

এরপর থেকেই ওই গ্রাহক পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান এবং অভিনব কৌশলে টাকাগুলো নিয়ে নেয় চক্রের সদস্যরা।

বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান কংশনগর সোনালি ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং প্রতারক চক্রের সদস্যদের ধরিয়ে দিতে পারলে সন্ধান দাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। 

এই প্রতারক চক্রকে ধরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করে কংশনগর সোনালি ব্যাংকের ম্যানেজার মো. মাহফুজুল রহমান খান বলেন, ঈদকে কেন্দ্র একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। কিছু দিন আগেও আরেক ব্যাংকের গ্রাহকের সঙ্গে এমন ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক কালের কণ্ঠকে বলেন, ‘দেবপুর ফাঁড়ির এসআই ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। আমরা এ বিষয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্তব্য

চট্টগ্রামে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে চায় চায়নিজ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে চায় চায়নিজ প্রতিষ্ঠান
চট্টগ্রামের ম্যাপ

চট্টগ্রামে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে নগরে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে ডিজিটাল জরিমানা ব্যবস্থা ও যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। এ প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন ও চালকদের দ্রুত চিহ্নিত করা যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে জরিমানা পাঠানো হবে। পাশাপাশি, স্মার্ট সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, যা সড়কে যানজট কমাতে কার্যকরী ভূমিকা রাখবে। এ ছাড়া চেহারা শনাক্তকারী ক্যামেরা ব্যবহার করে চিহ্নিত করা যাবে অপরাধীদের।

পথচারী পারাপারের জন্য থাকবে জেব্রা ক্রসিংয়ের সাথে সংযুক্ত পুশ বাটন সিস্টেম, যা ব্যবহার করে রোগী, শিশু ও বয়োবৃদ্ধরা সহজে সড়ক পারাপার করতে পারবেন।

বুধবার (১৯ মার্চ) চসিক কার্যালয়ে এক সভায় নগরীর যানজট সমস্যা সমাধান ও সড়কে শৃঙ্খলা ফেরাতে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার বিষয়ে চায়নিজ প্রতিষ্ঠান বিআইটির প্রেজেন্টেশনে এসব তুলে ধরা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে ওই প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

আরো পড়ুন
চ্যালেঞ্জ থাকলেও সুযোগকে বড় করে দেখছেন বাণিজ্য উপদেষ্টা

চ্যালেঞ্জ থাকলেও সুযোগকে বড় করে দেখছেন বাণিজ্য উপদেষ্টা

 

এই প্রসঙ্গে সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরের যানজট দীর্ঘদিনের সমস্যা।

স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে নগরের সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। এতে জনগণের ভোগান্তি কমবে এবং যাতায়াত আরও সহজ হবে। প্রাথমিকভাবে পাইলটিংয়ের অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্মার্ট ট্রাফিক সিস্টেম স্থাপন করা যেতে পারে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার আলোকে পর্যায়ক্রমে পুরো নগরজুড়ে এ ব্যবস্থা চালু করা যেতে পারে।

সভায় আরো উপস্থিত ছিলেন চায়নিজ প্রতিষ্ঠান বিআইটির কর্মকর্তা অস্টিন, কনস্ট্যান্ট, মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরামের (ম্যাফ) সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশি প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এস এন মাসুদ, প্রকৌশলী জাহিদুল ইসলাম আবির, মাহামুদুল হাসান, মো. নাজিম উদ্দিন, প্রকৌশলী আমিনুল্লাহ মজুমদার।

মন্তব্য

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি
শেয়ার
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু
সংগৃহীত ছবি

ভোলার দৌলতখান উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে প্রাণ হারিয়েছে শিশুসহ ২ জন। তাদের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হওয়া তাহিয়া নামের ৪ বছরের এক শিশু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়া আব্দুস সাত্তার (৫৫) নামের এক মাদরাসা সুপার ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত তাহিয়া উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেহেদী হাসান ইকরামের মেয়ে।

নিহত আব্দুস সাত্তার উপজেলার মধ্য জয়নগর দাখিল মাদরাসার সুপার ছিলেন।

আরো পড়ুন
ঘোড়ার মাংস খাওয়া কি জায়েজ?

ঘোড়ার মাংস খাওয়া কি জায়েজ?

 

তাহিয়ার পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলের দিকে বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় দ্রুতগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

অপর দিকে ভোলার উপশহর বাংলাবাজারের দক্ষিণ পাশে টেকনিক্যাল কলেজের সামনে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মধ্য জয়নগর দাখিল মাদরাসার সুপার আবদুস সত্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

আরো পড়ুন
হাইওয়ে পুলিশের হাতে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

হাইওয়ে পুলিশের হাতে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

 

দৌলতখান থানার ওসি মো. জিল্লুর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, শিশু তাহিয়ার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আর মারাসার সুপার আব্দুস সাত্তারের মৃত্যুর বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ