<p>রিল বানাতে গিয়ে প্রাণ হারালেন এক ভারতীয় নারী ইনফ্লুয়েন্সার। ওই ইনফ্লুয়েন্সারের নাম আনভি কামদার। জানা গেছে, মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভে জলপ্রপাতে সাত বন্ধুর সঙ্গে একটি ট্রিপে যান তিনি। বুধবার (১৭ জুলাই) সকালে একটি ভিডিও বানানোর সময় জলপ্রপাতের ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান আনভি।</p> <p>হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, নারী ইনফ্লুয়েন্সার আনভি গত ১৬ জুলাই মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভে জলপ্রপাতে সাত বন্ধুর সঙ্গে একটি ট্রিপে যান তিনি। ১৭ জুলাই সকালে একটি ভিডিও বানানোর সময় জলপ্রপাতের ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান তিনি। পরে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং তাদের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। কোস্ট গার্ড, কোলাদ উদ্ধারকারী দল এবং মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীদের কাছ থেকে অতিরিক্ত সহায়তাও চাওয়া হয়েছিল।</p> <figure class="image"><img alt="4" height="281" src="https://st1.latestly.com/wp-content/uploads/2024/07/63-35.jpg" width="500" /> <figcaption><sup><em>ইনফ্লুয়েন্সার আনভি কামদার</em></sup></figcaption> </figure> <p>এক উদ্ধারকারী কর্মী বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বুঝতে পারি যে, মেয়েটি প্রায় ৩০০ থেকে ৩৫০ ফুট নিচে পড়ে গিয়েছে। এমনকি তার কাছে পৌঁছানোর পরও তাকে উঠিয়ে নিয়ে আসা কঠিন ছিল, কারণ সে আহত ছিল এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। পরে একটি উল্লম্ব কপিকল ব্যবহার করে তাকে বের করা হয়েছে।</p> <p>জানা গেছে, ছয় ঘণ্টার উদ্ধার অভিযানের পর সেখান থেকে বের করে আনা হয় আনভিকে। দ্রুত তাকে মানাগাঁও মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই মারা যান তিনি। গুরুতর আঘাতের কারণে আনভির মৃত্যু হয়েছে জানা গেছে।</p> <p>মুম্বাইয়ের বাসিন্দা আনভি একজন ভ্রমণ পিপাষু নারী এবং ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। বর্ষায় কুম্ভে জলপ্রপাতের সৌন্দর্য তুলে ধরার প্রয়াসে এই ট্যুরে যান তিনি। তবে তিনি হয়তো জানতেন না, এটাই জীবনের শেষ ট্যুর হতে যাচ্ছে তার। দুর্ভাগ্যজনকভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন আনভি।</p>