<p style="text-align:justify">বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ঢাকার অবস্থান সপ্তম। ১৭৩ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সোমবার বেলা ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। </p> <p style="text-align:justify">এদিন বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। ৩০৩ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। ২৬১ এবং ২১৫ একিউআই স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি ও পাকিস্তানের করাচী। শহরদুটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। </p> <p style="text-align:justify">সোমবার সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (১৯২)। তালিকায় এরপরেই রয়েছে গুলশান ২ এর রব ভবন এলাকা (১৮৭), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (১৮৬), আগাখান একাডেমী (১৭৯), তেজগাঁয়ের শান্তা টাওয়ার এলাকা (১৭৫), সাভারের হেমায়েতপুর (১৭০)।</p> <p style="text-align:justify">আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।</p>