<p>মঙ্গল গ্রহে নাসার একাধিক রোভার ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে সবচেয়ে আধুনিকটির না পার্সিভারেন্স। কিন্তু আজ থেকে প্রায় ১৩ বছর আগে মঙ্গলে ল্যান্ড করেছিল আরেকটি রোভার কিরিওসিটি। সেটিে এখনো মঙ্গলের পৃষ্ঠে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি সেই রোভারটি মঙ্গলগ্রহ সম্পর্কে নতুন তথ্য জানিয়েছে নাসার গবেষকদের।</p> <p>কিউরিওসিটি রোভার মঙ্গল গ্রহের জলবায়ু সম্পর্কে নতুন কিছু তথ্য প্রকাশ করেছে। নাসা বিজ্ঞানীরা রোভারের মাধ্যমে জানতে পেরেছেন, মঙ্গল গ্রহের প্রাচীন আবহাওয়া এক সময় অনেক উষ্ণ এবং আর্দ্র ছিল। এর মানে তখন সেখানে পানি ছিল এবং পরিবেশটি জীবনের জন্য আরও সহায়ক হতে পারত। কিন্তু ধীরে ধীরে মঙ্গলের আবহাওয়া শীতল এবং শুষ্ক হয়ে ওঠে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেভাবে হেলে পড়ে পিসার টাওয়ার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729336182-14939ae5ea7393c2c3d87500dc254a36.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেভাবে হেলে পড়ে পিসার টাওয়ার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/19/1436800" target="_blank"> </a></div> </div> <p>বর্তমানে মঙ্গল গ্রহে পানি নেই, বায়ুমণ্ডলও খুব পাতলা। তবে কিউরিওসিটি রোভারের নতুন তথ্য মতে, একসময় মঙ্গল অনেকটাই পৃথিবীর মতো ছিল। এর ফলে বিজ্ঞানীরা এখন মঙ্গলে জীবনের সম্ভাবনা নিয়ে আরো গভীরভাবে ভাবতে পারছেন। ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনাতেও এই আবিষ্কারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মঙ্গলে অদ্ভুত সূর্যগ্রহণ: ছবি তুলেছে পার্সিভারেন্স" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729144235-8555e3a094b9577d5b93f917146e253c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মঙ্গলে অদ্ভুত সূর্যগ্রহণ : ছবি তুলেছে পার্সিভারেন্স</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/17/1436061" target="_blank"> </a></div> </div> <p>উল্লেখ্য, ২০১১ সালের ২৬ নাসার কেপ কার্নিভাল স্পেস সেন্টার থেকে কিউরিওসিটিকে মঙ্গলের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়। ২০১২ সালের ৬ আগস্ট রোভারটি মঙ্গলে অবতরণ করে।</p> <p>সূত্র : নাসা</p>