ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

বাটলার থাকলে গণ-অবসরের হুমকি মেয়েদের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বাটলার থাকলে গণ-অবসরের হুমকি মেয়েদের
বাফুফে ভবনে সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশের মেয়েদের কথা বলার মুহূর্ত। ছবি : সংগৃহীত

অনেকদিন ধরেই কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছেন বাংলাদেশের নারী ফুটবল দল। তার অধীনে না খেলার বিষয়টি বলে আসছিলেন সাবিনা খাতুন-মাসুরা আক্তাররা। কিন্তু বাফুফে সেই বাটলারকেই ২ বছরের জন্য আবার কোচ করেছে।

নতুন মেয়াদে দায়িত্ব পেয়ে বাংলাদেশে এসে তাই অনুশীলন শুরু করে দিয়েছেন কোচ বাটলার।

কিন্তু তার জিম সেশনে অংশ নেননি জাতীয় দলের অনেক খেলোয়াড়। ইংলিশ কোচের অধীনে কোনো ক্যাম্প করবেন না বলে ঘোষণা দিয়েছেন তারা। এমনকি বাটলারকে কোচ হিসেবে দায়িত্বে রাখলে একযোগে অবসর নেওয়ারও হুমকি দিয়েছেন সাবিনা-মনিকা চাকমারা।

মেয়েরা অনুশীলন করবেন, তবে দেশি কোচের অধীনে।

আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে মাসুরা পারভীন বলেছেন, ‘আমরা একবারও বলিনি অনুশীলন করব না। আমরা বলেছি, ওই কোচের সঙ্গে অনুশীলন করব না। আমরা বলেছিলাম, উনার শিডিউলে অনুশীলন দেশি কোচরা করাক। উনি যেহেতু আসছে, বিশ্রামে থাকুক।
সভাপতি ফিরলে আমরা আলোচনায় বসব।’

মেয়েরা অনুশীলনের চেয়ে বেশি সামাজিক মাধ্যম ব্যবহারে মনোযোগী থাকেন এমন অভিযোগ করেছিলেন বাটলার। তার সেই অভিযোগের বিষয়ে মাসুরা বলেছেন, ‘আমরা যেহেতু ফেসবুকে এক্টিভ থাকি, আমাদের কাছে ফোন থাকে। আমাদের কারো কাছে প্রমাণের, বলার কিছু নেই। আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত জানিয়েছি, এই কোচের অধীনে অনুশীলন করব না।

এতকিছু ভেঙে বলা সম্ভব না। এই কোচের সঙ্গে কাজ করব না। কোচ চেঞ্জ করলে আমরা অনুশীলন করব।’

খেলোয়াড়দের নিয়ে বাটলার কটুক্তি করায় তা মেনে নিতে পারছেন না সাবিনা। নিজেদের আত্মসম্মানে আঘাত করেছে এমনটা জানিয়ে  অধিনায়ক বলেছেন, ‘একটা বিষয়ই বলার, নিজেদের প্রমাণের কিছু নেই। ব্যাপারটা আত্মসম্মানের। (এরপর আবেগপ্রবণ হয়ে যান সাবিনা)। আমরা দেশের জন্য খেলি। সেই তাদের নিয়ে কটুক্তি করছে, মেয়েদের জন্য এটা অসম্ভব।’

বাটলারকে সম্মানের সঙ্গে বিদায় জানিয়ে দেশের হয়ে আবারও লড়তে চান সাবিনা। তিনি বলেছেন, ‘পেশাদারিত্ব আমাদের ধর্ম। এটা আমাদের মেনে চলতেই হবে। ব্যাপার হচ্ছে, মেয়েদের প্রমাণ করার কিছু নেই। সবকিছু বলে বলে বোঝানো যায় না। আমরা কিছু একটা নিয়ে বার বার অভিযোগ করছি বিধায় কিছু একটা আছে সেখানে। আমরা এই জায়গায় কমফোর্টেবল না। উনি প্রোফাইল ভারি কোচ সেটা নিয়ে সন্দেহ নেই। আপনাদের কাছে কি মনে হয়, কোচ এবং আমাদের উভয় দিকে কি সফট কর্নার থাকবে? অবশ্যই থাকবে না। আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যেতে চাই।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে কৃষ্ণা বলেছেন, ‘আমাদের সমস্যা কিন্তু সাফের আগেই থেকে সমস্যা চলছিল। এটা নিয়ে আমাদের কিরণ আপা ও সাবেক প্রেসিডেন্টককে বলা হয়েছে। সাফে যাওয়ার আগে বলেছিল, কোচ চেঞ্জ করা হবে। এখানকার স্থানীয় কোচেরা সবই জানে, কিন্তু এখন মুখ খুলছে না। এখন আমাদের যদি খেলা ধরে রাখতে হয় তাহলে এই কাজ ছাড়া উপায় নেই।’

খেলোয়াড়দের নিয়ে বাটলার কটূক্তি করেন এমন অভিযোগ তুলে কৃষ্ণা আরও বলেছেন, ‘আমরা মাঠে খুবই মানসিক চাপে থাকি। বিশেষ করে উনি হচ্ছে আমাদের অঙ্গভঙ্গি...খুব সকালে উঠতে হয় আমাদের, একটু ক্যাজুয়াল থাকতেই পারি। কিন্তু উনি আমাদের নিয়ে কটুক্তি করে। যেটার কারণে আমরা হতাশ হয়ে যাই।’

নেপালে দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের সময় বাটলার জানিয়েছিলেন, খেলোয়াড়রা শৃঙ্খল নন। কোচের সেই অভিযোগের বিষয়ে মারিয়া মান্দা বলেছেন, ‘আমরা যদি শৃঙ্খলা ভঙ্গ করতাম তাহলে এত বছর ধরে বয়সভিত্তিক, জাতীয় দলে খেলে আসতে পারতাম না।’

মন্তব্য

সম্পর্কিত খবর

‘মেসির মতো নয় এমবাপ্পে, মেসি অদ্বিতীয়’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘মেসির মতো নয় এমবাপ্পে, মেসি অদ্বিতীয়’
পিএসজির হয়ে একসঙ্গে মাঠও মাতিয়েছেন মেসি-এমবাপ্পে। ছবি : সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিলিয়ান এমবাপ্পেও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হবেন এমনটা গতকাল জানিয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়ালের কোচ সাবেক ও বর্তমান শিষ্যর মতো তুলনা টানলেও লিওনেল মেসির সঙ্গে এমবাপ্পের তুলনা করতে রাজি নন হুগো লরিস। ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়েছেন, মেসি অদ্বিতীয়। তার সঙ্গে কারো তুলনাই চলে না।

প্রতিভার বিচারে মেসির কাতারে এমবাপ্পে থাকবেন কিনা এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম লা নাসিওনকে এমনটাই জানান লরিস। সবার থেকে আটবারের ব্যালন ডি’অর জয়ীকে আলাদা করে ফ্রান্সের সাবেক গোলরক্ষক বলেছেন, ‘এমবাপ্পে কি মেসির মতো? না, মেসি অদ্বিতীয়। তার সঙ্গে কারো তুলনা হয় না, এটা একেবারে অসম্ভব।’

আরো পড়ুন
নামটা রোহিত বলেই মুম্বাইয়ের হয়ে খেলছে সে, দাবি ভনের

নামটা রোহিত বলেই মুম্বাইয়ের হয়ে খেলছে সে, দাবি ভনের

 

২০২৬ বিশ্বকাপেও মেসি খেলবেন বলে বিশ্বাস করেন লরিস।

২০১৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছন, ‘আগামী বিশ্বকাপে মেসিকে ছাড়া আর্জেন্টিনা খেলবে এমনটা মনে হচ্ছে না। আমার মনে হয়, মেসি খেলবে। সে এখনো খেলছে এবং ফুটবল উপভোগ করছে। যদিও সিদ্ধান্তটা তার।
তবে আমরা অবশ্যই চাই সে খেলা চালিয়ে যাক। লিওর প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। আমার কাছে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে সে শীর্ষে। এতে কোনো সন্দেহ নেই। আমি সেই প্রজন্মের যারা লিওর বিপক্ষে খেলেছে এবং তার খেলা দেখেছে।

মন্তব্য

নামটা রোহিত বলেই মুম্বাইয়ের হয়ে খেলছে সে, দাবি ভনের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
নামটা রোহিত বলেই মুম্বাইয়ের হয়ে খেলছে সে, দাবি ভনের
রোহিত শর্মা। ছবি : আইপিএল

বয়স তো আর কম হলো না রোহিত শর্মার। ৩৭ বছর বয়সেও অবশ্য খেলে যাচ্ছেন তিনি। তবে খেললেও পারফরম্যান্সে পড়েছে ভাটা। যার কারণে ভারতীয় অধিনায়ককে শুনতে হচ্ছে সমালোচনা।

রোহিতের সময় ফুরিয়ে আসছে বলে দুই দিন আগে অভিমত দেন সঞ্জয় মাঞ্জরেকার। ভারতের সাবেক ব্যাটারের থেকে যেন আরো এক ধাপ এগিয়ে মাইকেল ভন। আইপিএলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করতে গিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানিয়েছেন, নামটা রোহিত বলেই মুম্বাইয়ের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন।

গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের ৮ উইকেটের জয়ের ম্যাচে ক্রিকবাজের ম্যাচ বিশ্লেষণে এমনটিই জানিয়েছেন ভন।

তিনি বলেছেন, ‘তার পরিসংখ্যানের দিকে তাকান, মনে রাখতে হবে রোহিতকে আমরা ব্যাটার হিসেবে বিচার করছি। সে এখন (মুম্বাই) অধিনায়ক নয়। তাই মনে করি গড়পড়তা নম্বর দিয়ে দলে জায়গা ধরে রাখা সম্ভব নয়। যদি আপনার নাম রোহিত শর্মা না হয়, তাহলে সম্ভবতই এমন নম্বর নিয়ে আপনি জায়গা হারাবেন।
রোহিতের মতো ব্যাটারের জন্য নম্বরগুলো ভালো নয়।’

আরো পড়ুন
বাবরের ঈদের পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষ

বাবরের ঈদের পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষ

 

এবারের আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মোটে ২১ রান করেছেন রোহিত। তার ইনিংসগুলো হচ্ছে-১৩, ৮ ও ০। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও খুব একটা ভালো ছন্দে ছিলেন না এই ওপেনার। ৫ ইনিংসে করেছিলেন ১৮০ রান।

তবে দল চ্যাম্পিয়ন হওয়ায় সমালোচনা থেকে বেঁচে গেছেন ভারতীয় অধিনায়ক।

তাই এবারের আইপিএলে যদি মুম্বাইয়ের হয়ে অধিনায়কত্ব করতেন রোহিত তখন ব্যাপারটা অন্য ভাবে দেখা হতো বলে মনে করেন ভন। তিনি বলেছেন, ‘অধিনায়ক হলে রানটা এত বড় ব্যাপার হতো। কারণ, একজন অধিনায়ক হিসেবে সে নিজের কৌশল-বুদ্ধি কাজে লাগাত, যা জাতীয় দলের এখনো করে সে। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে অতীতে এমনটা তাকে করতে দেখেছি। কিন্তু এখন যেহেতু সে ব্যাটার, তাই রান দিয়েই তাকে বিচার করতে হবে। কারণ সে এখন অধিনায়ক নয়। তাকে রান করতে হবে।’

মন্তব্য

বাবরের ঈদের পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বাবরের ঈদের পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষ
ছবি : বাবর আজমের এক্স থেকে

ঈদুল ফিতর উদযাপন করছে মুসলিম বিশ্ব। ঈদ উদযাপন করছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ঈদের বিশেষ মুহুর্তগুলো।

তেমনি ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। আর সেই ছবি শেয়ার করেই নেটিজেনদের তোরে মুখে পড়েছেন বাবর। 

নেটিজেনদের অনেকেই বাবরের ড্রেস সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করার পর উমায়ের নামের একজন লিখেছেন ‘দুপাট্টা কেদার হ্যায় তেরা’।

অর্থাৎ দুপাট্টা কোথায়? আরেকজন লিখেছেন, মেয়েদের সালোয়ার কামিজ পরা কি জরুরি ছিল? অন্য কিছু পরা যেত। এটাতো কুর্তা পায়জামা কাম সালোয়ার কামিজ। 

এর মধ্যে বাবরের ব্যাটে রান খরার প্রসঙ্গটাও টেনে আনছেন কেউ। একজন লিখেছেন, ব্যাটিং ভালো না, ইংরেজি ভালো না; ড্রেসিং সেন্সও...!!! কেউ কেউ আবার ডিজাইনার পরিবর্তনের পরামর্শও দিয়েছেন।

লিখেছেন, ঈদ মোবারক বাবর। ডিজাইনারকে ছাটাই করে নতুন কাউকে আনো। 

মন্তব্য

মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা মেসির দেহরক্ষীর

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা মেসির দেহরক্ষীর

মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ চলাকালে লিওনেল মেসির স্পর্শ পেতে দর্শকরা মাঠে ঢুকে পড়ছেন, আর তাকে ধরতে পিছু নিয়েছেন মেসির বডিগার্ড ইয়াসিন চুকো। এমএলএসে এমন ঘটনা এখন নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। তবে এখন থেকে মেসির ব্যক্তিগত দেহরক্ষীকে ম্যাচের সময় পিচের ধারে থাকতে দেওয়া হবে না—এমন নিষেধাজ্ঞা জারি করেছে এমএলএস কর্তৃপক্ষ।
 
মেসি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ৩৫ বছর বয়সী ইয়াসিন চুকোকে বডিগার্ড হিসেবে নিয়োগ দেন।

দিন-রাত মিলিয়ে ইয়াসিন ২৪ ঘণ্টাই মেসি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে। তবে, বর্তমানে সেটা পালন করতে হবে কেবল মাঠের বাইরেই।

এক ভিডিও বার্তায় এমনটাই মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন জানিয়েছেন, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না’। পাশাপাশি, তিনি একটি জোরালো মন্তব্যও করেছেন— ‘আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন মাঠে প্রবেশ করেছিল।

আমি যখন যুক্তরাষ্ট্রে আসি, গত ২০ মাসে এখানে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে।’

যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর সাবেক নেভি সিল ইয়াসিন আরো বলেন, ‘এখানে একটি বিশাল সমস্যা রয়েছে, আমি কোনো সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন... আমি এমএলএস এবং কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি কাউকে ছোট করছি না, তবে ইউরোপ থেকে পাওয়া আমার অভিজ্ঞতা রয়েছে।

সবমিলিয়ে মেসির ব্যক্তিগত দেহরক্ষী এখন থেকে এমএলএস বা কনকা চ্যাম্পিয়নসের কোনো ম্যাচে মাঠের সাইডলাইনে থাকতে পারবেন না।

মন্তব্য

সর্বশেষ সংবাদ