<p>দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবার গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতে পড়েছে। দক্ষিণ কোরিয়ার যৌথ তদন্ত ইউনিট ইউন সুক ইওলের জন্য গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ করেছে। স্থানীয় সময় আজ সোমবার একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।</p> <p>রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত চলাকালে ইওলকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করা হলেও প্রতিবারই তা উপেক্ষা করেছেন তিনি। গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারির ঘোষণা দেশদ্রোহিতার অপরাধের পর্যায়ে পড়ে কি না, দেশটির পুলিশ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তকারী কার্যালয় তা নিয়ে যৌথ তদন্ত করছে।</p> <p>দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম বর্তমান কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হলো। আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কি না, তা সিউলের আদালত সিদ্ধান্ত নেবেন। বিদ্রোহ এমন কয়েকটি অভিযোগের মধ্যে একটি, যার জন্য একজন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের রেহাই পাওয়ার ক্ষমতা নেই। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬৬ জনের মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735530979-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬৬ জনের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/30/1462956" target="_blank"> </a></div> </div> <p>তবে বরখাস্ত হওয়া প্রেসিডেন্টের আইনজীবী ইউন কাব-কেউন ইয়োনহাপ নিউজ এজেন্সিকে বলেছেন, ‘বিদ্রোহের অভিযোগ তদন্ত করার ক্ষমতা দুর্নীতিবিরোধী সংস্থার নেই।’ এ বিষয়ে আইনজীবী ইউন কাব-কেউনের বক্তব্য জানতে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তিনি সাড়া দেননি।</p> <p>চলতি মাসের শুরুতে সামরিক আইন জারির ফলে কিছুদিনের মধ্যেই অভিশংসিত হন ইওল। সামরিক আইন জারির এই পদক্ষেপ জাতিকে হতবাক করেছে। এ ঘটনায় অভিশংসিত হওয়ার পর তার পুনর্বহাল বা স্থায়ী অপসারণ নির্ভর করছে সাংবিধানিক আদালতের সিদ্ধান্তের ওপর। এই সিদ্ধান্ত দেওয়ার জন্য ১৮০ দিন সময় রয়েছে।</p> <p>গত শুক্রবার মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছে। আরো ভালো প্রস্তুতির জন্য শুনানি স্থগিতের আহবান জানিয়েছিলেন ইওলের আইনজীবীরা। তবে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আদালত।</p> <p>সূত্র : রয়টার্স</p>