<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আসা গরুর গাড়ি নির্বিঘ্নে হাটে পৌঁছাতে সহযোগিতা করবে হাইওয়ে পুলিশ। এ জন্য মহাসড়কে কঠোর নজরদারি থাকবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারআউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি কর্তৃক ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাইওয়ে পুলিশ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। বারআউলিয়া থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের (চট্টগ্রাম অঞ্চল) সহকারী পুলিশ সুপার নাসিম খান, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি মো. সেকান্দর হোসাইন, স্থানীয় মেম্বার মো. সাহাবুদ্দিন, পরিবহন মালিক সমিতির নেতা আব্দুল মান্নান, মো. জাফর, মো. সেলিম, মো. ফারুক প্রমুখ। </span></span></span></span></p>