<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসনের ঘোষণা দেওয়ার পর গতকাল শনিবার অভিশংসন থেকে রক্ষা পেয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। তার বিরুদ্ধে পার্লামেন্টের বাইরে বড় ধরনের বিক্ষোভ সত্ত্বেও ইউনের ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির (পিপিপি) আইন প্রণেতারা ভোট বয়কট করেন। এর মধ্য দিয়ে অভিশংসন এড়ালেন এই রাজনীতিক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মঙ্গলবার রাতে হঠাৎ করে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন। তবে আইন প্রণেতারা এর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলো পার্লামেন্টে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব দেয়, যা পাস হতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তবে ইউনের দলের আইন প্রণেতারা ভোট বয়কট করায় তা আর আলোর মুখ দেখেনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্পিকার উ ওন-শিক বলেন, ভোট দেওয়ার পরও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন হয়নি। এটি খুবই দুঃখজনক যে এত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে ভোট হতে পারল না। পিপিপির দাবি, গুরুতর বিভাজন ও বিশৃঙ্খলা এড়াতে তারা অভিশংসন রুখে দিয়েছে। আরো সুশৃঙ্খল ও দায়িত্বশীল পদ্ধতিতে এই সংকটের সমাধান করা হবে। ইউনকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টের বাইরে বিক্ষোভরত লাখ লাখ মানুষকে হতাশ হয়েই বাড়ি ফিরতে হয়েছে। বিরোধীদলীয় নেতা লি মিয়াং বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি ইউনকে যেকোনো মূল্যে অভিশংসন করব। কারণ তিনি দক্ষিণ কোরিয়ার জন্য মারাত্মক ঝুঁকিতে পরিণত হয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এদিকে অভিশংসনের ভোট শুরুর আগে কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>