<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইহুদি শাসকরা মনে করছে, তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে কোণঠাসা করবে এবং নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। হিজবুল্লাহ নয়, নিশ্চিহ্ন হয়ে যাবে ইসরায়েল। গত মঙ্গলবার তেহরানে নারীদের এক সমাবেশে খামেনি এসব কথা বলেন। তিনি বলেন, সিরিয়ায় সরকার পতনের ফলে তেহরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিশ্চহ্ন হয়ে গেছে বলে যাঁরা মনে করছেন, তাঁরা ভুল ভাবছেন। ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ ও হামাস নেতাদের স্মরণ করে খামেনি বলেন, শহীদরা কখনো মরে যায় না। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>