<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিল্লি বিধানসভায় মোট আসন সংখ্যা ৭০। একটি মাত্র দফাতেই আগামী ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। আগামী ৮ ফেব্রুয়ারি ভোট গণনা করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>