<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রমবাজারকে আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করে তুলতে সম্প্রতি সৌদি আরব শ্রম সংস্কার চালু করেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদিপ্রবাসীরা এখন থেকে বিদেশে থেকেও তাঁদের ভিসার মেয়াদ বাড়াতে এবং নির্ভরশীল সদস্যদের (গৃহকর্মী) বসবাসের অনুমতি নবায়ন করতে পারবেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) জানিয়েছে, প্রবাসীদের জন্য নির্ভরশীল সদস্য ও গৃহকর্মীদের বসবাসের অনুমতি নবায়নের এই সুবিধা চালু করা হয়েছে। সৌদি আরবের বাইরে থেকেও প্রবাসীরা তাঁদের সুবিধামতো একক বা একাধিক প্রস্থান ও প্রত্যাবর্তন ভিসার মেয়াদ বাড়াতে পারবেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাসপোর্ট অধিদপ্তর আরো জানিয়েছে, নির্ধারিত ফি পরিশোধের পর এই সেবাগুলো ইলেকট্রনিক প্ল্যাটফরম </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবশার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এবং </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুকিম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পোর্টালের মাধ্যমে পরিষেবাগুলো গ্রহণ করা যাবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রসঙ্গত, সৌদি আরবে বিপুলসংখ্যক প্রবাসী কর্মী বসবাস করেন।  দেশটি সম্প্রতি শ্রমবাজারকে আগের তুলনায় আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করে তোলার জোর প্রচেষ্টা করছে। সূত্র : ইকোনমিক টাইমস</span></span></span></span></p>