ফ্রান্সের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালির (আরএন) নেতা জর্ডান বারদেলা প্যারিসে বিক্ষোভের ডাক দিয়েছেন। আদালতের আদেশে দলটির প্রধান মারিন লো পেনকে নিষিদ্ধ করার প্রতিবাদে আগামী রবিবার থেকে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগে লো পেনকে পাঁচ বছরের জন্য যেকোনো সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করেছেন ফ্রান্সের একটি আদালত। এ ছাড়া তাঁকে চার বছরের কারাদণ্ড এবং এক লাখ ইউরো জরিমানা করা হয়েছে।
ফ্রান্সে ডানপন্থীদের বিক্ষোভের ডাক
কালের কণ্ঠ ডেস্ক

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে ঝড়ে ১৬ মৃত্যু বন্যার শঙ্কা
কালের কণ্ঠ ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্য-পূর্বাঞ্চলে মারাত্মক ঝড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার জাতীয় আবহাওয়া পরিষেবা আগামী দিনগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে। গত শুকবার থেকে অঞ্চলটিতে বেশ কয়েকটি টর্নেডো হয়েছে। আরকানসাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তৃত এলাকায় ঝড়ের ফলে বহু ভবন-স্থাপনা ক্ষতিগ্রস্ত ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে।
সূত্র : এএফপি

ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার
কালের কণ্ঠ ডেস্ক

ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি গতকাল রবিবার বলেছেন, রাতভর চালানো এসব হামলায় অন্তত দুজন নিহত ও সাতজন আহত হয়েছে। জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ‘রাশিয়ার বিমান হামলার সংখ্যা বাড়ছে। এটি প্রমাণ করে যে রাশিয়ার ওপর চাপ এখনো অপর্যাপ্ত।

সংক্ষিপ্ত
সিসি ও ম্যাখোঁর সঙ্গে বৈঠকে বসছেন জর্দানের রাজা
কালের কণ্ঠ ডেস্ক

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল-সিসি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে আজ সোমবার কায়রোতে একটি বৈঠকে যোগ দেবেন জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। জর্দানের সংবাদ সংস্থা পেত্রার বরাত দিয়ে গতকাল রবিবার এ খবর জানিয়েছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আল-সিসির আমন্ত্রণে এই আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

ওয়াক্ফ আইনের বিরুদ্ধে আরো মামলা, বিক্ষোভ
কালের কণ্ঠ ডেস্ক

ভারতে ওয়াক্ফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আরো মামলা হয়েছে। সারা কেরালা জামিয়াতুল উলেমা নামের একটি মুসলিম সংগঠন নতুন মামলাটি করেছে। সেই সঙ্গে এই আইনের বিরোধিতা করে দেশটিতে বিক্ষোভ চলছেই।
গত শনিবার ওয়াক্ফ বিলে সম্মতি দেন ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু।
ওয়াক্ফ আইনের বিরোধিতা করে বিক্ষোভ করছে দেশটির মুসলিম সম্প্রদায়। ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন অন্যায় দাবি করে এই আইনের প্রতিবাদে পথে নেমেছে ভারতের জামিয়ত উলেমায়ে হিন্দ সংগঠনের একটি বড় অংশ।