<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতা নিয়ে গত রবিবার ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল সোমবার ভারতে বাংলাদেশের উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সাক্ষাতের পর সাউথ ব্লক থেকে বেরিয়ে যান বাংলাদেশি ওই কূটনীতিক। নয়াদিল্লি থেকে বাংলাদেশের কূটনীতিক প্রতিবেদকদের কাছে পাঠানো এক প্রেস রিলিজে ভারত জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি নিয়ে নিজেদের মনোভাব বুঝিয়ে দিতেই বাংলাদেশের উপরাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল। </span></span></span></span></span></p> <p> </p> <p> </p>