<p>আগুনে পোড়ার কারণে সচিবালয়ে অবস্থিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে মন্ত্রণালয়টির দাপ্তরিক কার্যক্রম রেল ভবনে স্থানান্তর করা হচ্ছে। রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের নিয়মিত কার্যক্রম পরিচালিত হয়।</p> <p>সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জনসংযোগ কর্মকর্তা নোবেল দে বলেন, ‘আগুনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেখানে কাজ করার পরিবেশ নেই। আমাদের অফিসের সব কার্যক্রম রেল ভবনে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার (গতকাল) থেকে রেল ভবনে আমাদের কাজ শুরু হয়েছে। কর্মকর্তারা অফিস করা শুরু করেছেন।’</p> <p>খোঁজ নিয়ে জানা গেছে, রেল ভবনের ১০ তলায় কিছু কক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। কাজ বন্ধ নেই, তবে কর্মকর্তাদের কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। এই আগুনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা দেখার জন্য মন্ত্রণালয়ে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।</p> <p>গত বুধবার দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ছয় ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে।</p> <p> </p> <p> </p>