<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তাঁরা। সকাল ১১টার দিকে চীনা রাষ্ট্রদূতের বারিধারার বাসায় ঘণ্টাব্যাপী এই বৈঠক হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে চীনা দূতাবাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেছে, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এতে আরো বলা হয়, দুই পক্ষ পরস্পরের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেছে।</span></span></span></span></span></p>