<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবানন থেকে ফিরছেন আরো ৫৮ বাংলাদেশি। আগামীকাল বৃহস্পতিবার তাঁরা ঢাকায় পৌঁছবেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৫৮ বাংলাদেশি বিমানযোগে দোহা হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে। এদিকে লেবাননে যুদ্ধাবস্থায় প্রবাসী বাংলাদেশিরা যাঁরা দেশে ফিরে আসতে ইচ্ছুক তাঁদের সবাইকে নিজ খরচে দেশে ফেরত আনছে সরকার। লেবানন থেকে এর আগে ১৭টি ফ্লাইটে এক হাজার ১৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>