ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬
আলোচনাসভায় আমীর খসরু

জাতীয় সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জাতীয় সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি
জাতীয় প্রেস ক্লাবে গতকাল ‘বাংলাদেশের গণতন্ত্রায়ণ ও উন্নয়নে বহির্বিশ্বে বিএনপির ভূমিকা’ শীর্ষক সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজসহ অনেকে। ছবি : কালের কণ্ঠ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের পর তারেক রহমান জাতীয় সরকার গঠন করে সবার মতামতের ভিত্তিতে ৩১ দফা বাস্তবায়ন করবেন। গতকাল বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের আয়োজনে বাংলাদেশের গণতন্ত্রায়ণ ও উন্নয়নে বহির্বিশ্ব বিএনপির ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন ড্রাইভ করেছে বিএনপি।

এই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিলেন তারেক রহমান ও খালেদা জিয়া। যারা এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে কথা বলছে, তাদের প্রবাসীদের আন্দোলনগুলো দেখে উচিত। প্রবাসীরা শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছে এবং এই আন্দোলনের অন্যতম অংশীদার।

তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধারা রেমিট্যান্স পাঠিয়ে যুদ্ধ করেছে, আবার জুলাই আন্দোলনে রেমিট্যান্স পাঠানো বন্ধ করেও যুদ্ধ করেছে।

আমি প্রবাসীদের একটা অনুরোধ করব, শেখ হাসিনার পতনের পেছনে আপনাদের যে অবদান, সেটিকে আপনারা একটি ডকুমেন্ট হিসেবে তৈরি করুন এবং একটি বই তৈরি করুন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, প্রবাসীরা এ দেশের মানুষের মধ্যে সবচেয়ে বড় দেশপ্রেমিক। প্রবাসী ও গার্মেন্টস শ্রমিকরা এই দেশের অর্থনীতির মূল ফোর্স। তারা যদি শ্রম দেওয়া বন্ধ করে দেয় তাহলে এ দেশে লাল বাতি জ্বলে যাবে।

তারাই এই দেশে সবচেয়ে বেশি অবহেলিত। প্রবাসে বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ আছে। তাদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে দরকার। আলোচনাসভা পরিচালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক সভাপতি গিয়াস আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।
আরো বক্তব্য দেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক নাদিম চৌধুরী, নিউজার্সি বিএনপির নেতা সোলেমান, অস্ট্রেলিয়া বিএনপির নেতা আরিফ হাওলাদার, ইতালি বিএনপির নেতা মনোয়ার সরকার, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি ফখরুদ্দীন, সুইডেন বিএনপির নেতা মহিউদ্দিন আহমেদ ঝন্টু প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

ডিএনসিসির প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিএনসিসির প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডেন, কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, ম্যানেজমেন্ট কাউন্সেলর ত্রিশিতা মাওলা ও ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার।

মন্তব্য

মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, গত বছর ৫ অক্টোবর গুলশান থানায় করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

এ কারণে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

মন্তব্য

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার

রাজধানীর শান্তিনগর এলাকায় গত রবিবার রাতে চাঁদাবাজি করার সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সমর্থিত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আরো অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে। গতকাল সোমবার পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র এ তথ্য দেয়। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আল মাহমুদ রাজ, মাহিদুর জামান ওরফে মোহন হোসেন, নুর আলম ও মো. মাসুদ। পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর বাজারে রূপায়ণ অ্যাঞ্জেলের সামনে তাঁদের বেঁধে রেখে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নেয়।

মন্তব্য
সংক্ষিপ্ত

সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন।

গতকাল সোমবার ফেসবুকে সিআইডির পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সিআইডি জানায়, রবিবার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।

এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ