বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের পর তারেক রহমান জাতীয় সরকার গঠন করে সবার মতামতের ভিত্তিতে ৩১ দফা বাস্তবায়ন করবেন। গতকাল বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের আয়োজনে ‘বাংলাদেশের গণতন্ত্রায়ণ ও উন্নয়নে বহির্বিশ্ব বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন ড্রাইভ করেছে বিএনপি।
এই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিলেন তারেক রহমান ও খালেদা জিয়া। যারা এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে কথা বলছে, তাদের প্রবাসীদের আন্দোলনগুলো দেখে উচিত। প্রবাসীরা শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছে এবং এই আন্দোলনের অন্যতম অংশীদার।
তিনি বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধারা রেমিট্যান্স পাঠিয়ে যুদ্ধ করেছে, আবার জুলাই আন্দোলনে রেমিট্যান্স পাঠানো বন্ধ করেও যুদ্ধ করেছে।
আমি প্রবাসীদের একটা অনুরোধ করব, শেখ হাসিনার পতনের পেছনে আপনাদের যে অবদান, সেটিকে আপনারা একটি ডকুমেন্ট হিসেবে তৈরি করুন এবং একটি বই তৈরি করুন।’
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, ‘প্রবাসীরা এ দেশের মানুষের মধ্যে সবচেয়ে বড় দেশপ্রেমিক। প্রবাসী ও গার্মেন্টস শ্রমিকরা এই দেশের অর্থনীতির মূল ফোর্স। তারা যদি শ্রম দেওয়া বন্ধ করে দেয় তাহলে এ দেশে লাল বাতি জ্বলে যাবে।
তারাই এই দেশে সবচেয়ে বেশি অবহেলিত। প্রবাসে বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ আছে। তাদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে দরকার।’ আলোচনাসভা পরিচালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক সভাপতি গিয়াস আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। আরো বক্তব্য দেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক নাদিম চৌধুরী, নিউজার্সি বিএনপির নেতা সোলেমান, অস্ট্রেলিয়া বিএনপির নেতা আরিফ হাওলাদার, ইতালি বিএনপির নেতা মনোয়ার সরকার, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি ফখরুদ্দীন, সুইডেন বিএনপির নেতা মহিউদ্দিন আহমেদ ঝন্টু প্রমুখ।