প্রস্তাবিত পরিপত্রে কড়াকড়ি

কয়েক হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হওয়ার উপক্রম

এম আর মাসফি
এম আর মাসফি
শেয়ার
কয়েক হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হওয়ার উপক্রম

গ্রাহক হয়রানি প্রতিরোধের নামে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য একটি খসড়া পরিপত্র তৈরি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পরিপত্রে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনায় স্বচ্ছতাজবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হলেও মূলত এতে কয়েক হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পরিপত্রের খসড়ার (ণ) ধারায় বলা হয়েছে, এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিট ক্রয়-বিক্রয় করতে পারবে না। খসড়া পরিপত্রের এই ধারার বিরোধিতা করে ট্রাভেল এজেন্সিগুলো বলছে, বিশ্বব্যাপী ট্রাভেল ব্যবসায় এজেন্ট টু এজেন্ট (বি-টু-বি) মডেল প্রচলিত রয়েছে, যেখানে এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি করতে পারে।

বাংলাদেশে এই নিয়মের ব্যত্যয় হলে স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। পাশাপাশি এই সেক্টরের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশে বর্তমানে পাঁচ হাজার ৭৪৬টি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি রয়েছে। তাদের মধ্যে মাত্র ৯৭০টি ট্রাভেল এজেন্সি আয়াটার স্বীকৃতিপ্রাপ্ত।

৯৭০টির মধ্যে মাত্র ৩৫০টি ট্রাভেল এজেন্সির কাছে এমিরেটস এয়ারলাইনস, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইনস, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসসহ বড় বড় এয়ারলাইনসের টিকিট বিক্রির অনুমতি (ক্যাপিং) রয়েছে। এমনকি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট বিক্রির অথরিটি পেতে হলে আয়াটাসহ সব মিলিয়ে ৪০ লাখ টাকা অগ্রিম জমা দিতে হয়। এ ছাড়া এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, সালাম এয়ার, জাজিরা এয়ারওয়েজের মতো বাজেট এয়ারলাইনস রয়েছে, যাদের টিকিট আয়াটাতে পাওয়া যায় না। দেশের পাঁচ হাজারেরও বেশি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি টিকিট সংগ্রহের জন্য এই ৩৫০টি ট্রাভেল এজেন্সির ওপর নির্ভরশীল।
এ অবস্থায় এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিট কেনাবেচা করতে না পারলে পাঁচ হাজারের বেশি লাইসেন্সপ্রাপ্ত মাঝারি ও ছোট পরিধির প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।

মঈন ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. গোফরান চৌধুরী বলেন, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চএই তিন মাসে আমি নিজে মাত্র আটটি টিকিট ইস্যু করেছি। বাকি টিকিটগুলো অন্য লাইসেন্সধারী এজেন্সি থেকে কেটেছি। আমরা শত চেষ্টা করলেও কম টাকার ব্যাংক গ্যারান্টি থাকার কারণে বড় এয়ারলাইনসগুলো আমাদের টিকিট বিক্রির অথরিটি দেবে না। এই পরিপত্র জারি করলে আমাদের ব্যবসা বন্ধ করা ছাড়া উপায় থাকবে না।

তিনি আরো বলেন, এই নতুন বিধি-নিষেধ কার্যকর হলে বড় ট্রাভেল এজেন্সিগুলোই বাজার নিয়ন্ত্রণ করবে। কম পুঁজির এজেন্সিগুলো টিকিট সংগ্রহের সুযোগ হারাবে, তাই তারা বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না। ফলে এয়ার টিকিটের বাজার কয়েকটি বড় কম্পানির হাতে চলে যাবে এবং একচেটিয়া ব্যবসার সুযোগ তৈরি হবে। বিদেশি ট্রাভেল এজেন্সিগুলো এর সুযোগ নেবে।

খসড়া পরিপত্রের (ঙ) ধারায় বলা হয়েছে, ট্রাভেল এজেন্সি ব্যবসা করার জন্য আবশ্যিকভাবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আয়াটা) স্বীকৃতি ও সদস্যপদ নিতে হবে।

এজেন্সির মালিকরা বলছেন, আয়াটা হচ্ছে একটি টিকিট সেলিং প্ল্যাটফর্ম। পৃথিবীতে দুই ধরনের ট্রাভেল এজেন্সি থাকে। আয়াটা এবং নন-আয়াটা ট্রাভেল এজেন্সি। তবে পৃথিবীর কোথাও ট্রাভেল এজেন্সির ব্যবসা করার জন্য আয়াটার মাধ্যমে টিকিট বিক্রি বাধ্যতামূলক নয়।

জানা গেছে, সাধারণত বড় ট্রাভেল এজেন্সিগুলো আয়াটার সদস্য পদ লাভ করে। কারণ আয়াটাতে সব এয়ারলাইনসের টিকিট বিক্রির অথরিটি পেতে হলে কোটি কোটি টাকার ব্যাংক গ্যারান্টির পাশাপাশি কয়েক বছর অপেক্ষা করতে হয়। তা ছাড়া আয়াটাতে কম টাকার ব্যাংক গ্যারান্টিতে সব এয়ারলাইনসের টিকিট কাটার অনুমতি পাওয়া যায় না। একটি এজেন্সিকে আয়াটার সদস্য পদের জন্য আবেদন করতে হলে কমপক্ষে ছয় মাস ব্যবসা করতে হয়। পাশাপাশি সর্বনিম্ন ৩০ লাখ টাকার ব্যাংক গ্যারান্টিসহ আরো নানা কাগজপত্র আয়াটার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার বরাবর জমা দিতে হয়। সব কাগজপত্র ঠিক থাকলে এই ৩০ লাখ টাকার গ্যারান্টিতে মাত্র তিন-চারটি এয়ারলাইনসের টিকিট কাটার অনুমতি পাওয়া যায়। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকার নিবন্ধিত এজেন্সিগুলোর মধ্যে চার হাজার ৪৭৬টি প্রতিষ্ঠানের আয়াটার স্বীকৃতিপত্র নেই। ফলে নতুন পরিপত্র জারির সঙ্গে সঙ্গে এই এজেন্সিগুলো আর টিকিট বিক্রি করতে পারবে না। ফলে টিকিটের সংকট দেখা দেবে, ভোগান্তিতে পড়বে যাত্রীরা।

মন্তব্য

সম্পর্কিত খবর

দুই শহীদ পরিবারকে ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুই শহীদ পরিবারকে ঈদ উপহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গোলাম নাফিজ ও শহীদুল ইসলামের পরিবারকে ঈদ উপহারসামগ্রী দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। গতকাল শুক্রবার ঢাকায় নাফিজের মা-বাবা ও শহীদুলের মায়ের হাতে তারেক রহমানের পক্ষ থেকে স্মারকপত্র ও ঈদ উপহার তুলে দেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেডআরএফের পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম ও সদস্য ডা. জাহাঙ্গীর আলম। ফরহাদ হালিম ডোনার কালের কণ্ঠকে জানিয়েছেন, দেশের অন্যান্য স্থানে ফাউন্ডেশনের প্রতিনিধিদের মাধ্যমে উপহার পাঠানো হচ্ছে।

এখন পর্যন্ত ৭০০ শহীদ পরিবারকে এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তাঁদের নির্দেশে আমরা এই উপহার পৌঁছে দিচ্ছি। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, লাচ্ছা, চাল, ডাল, তেল, টুপি, জায়নামাজসহ ঈদে একটি পরিবারের জন্য প্রয়োজনীয় সব কিছু।

মন্তব্য

প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। গতকাল শুক্রবার তাঁর নিয়োগ বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামিম। গত বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়াসহ চারজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর সিলভিয়ার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়।

সিলভিয়াকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রী হিসেবে উল্লেখ করে তাঁর নিয়োগ বাতিলের দাবি করেন আইনজীবীদের অনেকে।

মন্তব্য
আমীর খসরু

সংস্কার আপনাদের কাজ না : খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
সংস্কার আপনাদের কাজ না : খসরু
আমীর খসরু

সংস্কার অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি সরকারের উদ্দেশে বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে দিন। ভোটাধিকার ফিরিয়ে দিন। দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করেন।

বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করবে, সরকার গঠন করবে। যারা বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা পূরণ করবে।

গতকাল শুক্রবার চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে আমীর খসরু এসব কথা বলেন। তিনি বলেন, পরিপূর্ণভাবে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে যারা রাস্তায় ছিলাম, সবাই মিলে ৩১ দফা সংস্কারের ওয়াদা করেছি জাতির কাছে।

সেটা আগামী নির্বাচনের পরে জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করব। সুতরাং এই কাজ নির্বাচিত সরকারের সংসদের। আর কারো কোনো কাজ নেই।

আমীর খসরু বলেন, আমরা এই কাজ করছি, সেই কাজ করছি; আমরা সংস্কার করব, বাংলাদেশে বিনিয়োগের ব্যবস্থা করছি ইত্যাদি ইত্যাদি।

এসব গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। আমি উন্নয়ন করছি তো বাংলাদেশে। আপনাদের নির্বাচনের দরকার কী? আপনাদের জন্য কাজ করতেছি।...আবার মনে হচ্ছে, এ রকম একটা সুর কেন যেন বাজতে শুরু করেছে যে আমরা এটা-সেটা করছি। আমরা চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না।
এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে। সরি, এটা আপনাদের দায়িত্ব না। এটার দায়িত্ব আগামী দিনে বাংলাদেশের মানুষ যাদের নির্বাচিত করে সংসদে পাঠাবে, তাদের।

তিনি বলেন, গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার সংগ্রাম শেষ হয়নি। তা শেষ হবে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র বাহক হচ্ছে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠন করা। নির্বাচনের ক্ষেত্রে যেসব ষড়যন্ত্র করার চেষ্টা হচ্ছে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

মন্তব্য

বাংলাদেশ-সৌদিতে এবার একই দিন ঈদ হতে পারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাংলাদেশ-সৌদিতে এবার একই দিন ঈদ হতে পারে

স্বাভাবিকভাবে প্রতিবছর সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। তবে এবার একই দিনে সৌদি আরব ও বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এমনকি বিশ্বের প্রায় সব মুসলিম দেশে একই দিনে তথা আগামী সোমবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) বুধবার জানিয়েছে, আগামী ২৯ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর ৩০ মার্চ চাঁদ দেখা যাওয়ার এবং পরদিন ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁদের অবস্থান, সূর্যের সঙ্গে এর কৌণিক বিভাজন, সূর্যাস্তের সময় উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ভিত্তি করে দেখা গেছে, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ মার্চ চাঁদ দেখা যাবে। ফলে এসব দেশে ৩১ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাদের বিশ্লেষণ অনুযায়ী, সৌদি আরবে আগামী ২৯ মার্চ চাঁদ দেখা প্রায় অসম্ভব।

কারণ মক্কায় চাঁদের বয়স সেদিন সূর্যাস্তের সময় প্রায় পাঁচ ঘণ্টা হবে। এর ফলে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে ৩০ মার্চ চাঁদ দেখা যাবে। সেই হিসাবে সেসব দেশের মুসলমানরা ৩১ মার্চ ঈদ উদযাপন করবে। বাংলাদেশেও ওই দিন তথা ৩১ মার্চ ঈদ হতে পারে।

কারণ বাংলাদেশের আকাশে ৩০ মার্চ সন্ধ্যায় নবচন্দ্রের বয়স হবে ২৫ ঘণ্টা ১৬ মিনিট, যা কিছুটা ছোট হলেও খালি চোখেও দেখা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান এহসানুল হক জুবায়ের গণমাধ্যমকে বলেন, ২৯ মার্চ ঢাকায় সূর্যাস্তের সময় নবচন্দ্রের বয়স হবে মাত্র এক ঘণ্টা ১৬ মিনিট। এই চাঁদ খালি চোখে তো নয়ই, টেলিস্কোপ দিয়েও দেখা যাবে না। পরদিন অর্থাৎ ৩০ মার্চ সন্ধ্যায় ঢাকার আকাশে যখন চাঁদ উঠবে, তখন সেটির বয়স ২৫ ঘণ্টা ১৬ মিনিট। আকারে কিছুটা ছোট হবে, তবে খালি চোখে দেখা যাবে।

তাই বাংলাদেশে ২৯ রোজা এবং ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সৌদি আরব যেহেতু চাঁদ দেখতে টেলিস্কোপ ব্যবহার করে, তাই দেশটির চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ৩০ মার্চ ঈদের ঘোষণা আসাটাও অস্বাভাবিক নয়। এ রকম হলে বাংলাদেশ ও সৌদি আরবের ঈদুল ফিতর উদযাপনে এক দিনের ব্যবধান থেকে যাবে। অর্থাৎ সৌদি আরব তখন ৩০ মার্চ ঈদ উদযাপন করবে আর অন্য দেশগুলোতে ৩১ মার্চ ঈদুল ফিতর হতে পারে।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ