<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাদকাসক্ত ছেলের অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ ছিল বিধবা মা ও পরিবারের সদস্যরা। আর এই অত্যাচার সইতে না পেরে ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন মা। পরে সেই ছেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত তরুণের নাম মেহেদী হাসান অন্তর (২১)। তিনি পৌরসভার মধ্যবাজারের মৃত নিমাই মিয়ার ছেলে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহম্মেদ জানান, গতকাল সোমবার তিনি নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় এক নারী তাঁর ছেলেকে নিয়ে প্রবেশ করেন। পরে ওই নারী কান্না করে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় ১৭ বছর ধরে তিনি স্বামী হারা। তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে জীবন সংগ্রাম করে যাচ্ছেন। এর মধ্যে এক ছেলে অন্তর মাদকাসক্ত। চাহিদামতো টাকা না দিলেই চালায় নির্যাতন। এই অবস্থায় তিনি ছেলের বিচার চান। এসব কথা শুনে তাৎক্ষণিক আনসার সদস্য দিয়ে অভিযুক্ত ছেলেকে তিনি সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান।</span></span></span></span></span></p>