<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইস্ট ওয়েস্ট ইন্টার কানেকশন-১ (ইডব্লিউআইসি-১) বিদ্যুৎ সঞ্চালন লাইনের দুটি টাওয়ার হুমকির মুখে ফেলে মানিকগঞ্জের যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এর ফলে পাশের ফসলি জমি ও বাড়িঘর ভাঙনের মুখে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগী এলাকাবাসী একাধিকবার অভিযোগ করলেও ফল পাওয়া যায়নি। মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর তেওতা বালুমহালের নামে চলছে এই অনিয়ম। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নথিপত্র সূত্রে জানা যায়, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের দক্ষিণ তেওতা মৌজার আর এস ৪৪ দাগে যমুনা নদীশিকস্তি মোট ৯.৫০৮১ একর জমি নিয়ে এই বালুমহালের চৌহদ্দি। বাংলা ১৪৩১ সালের জন্য এক কোটি ৪৮ লাখ ৩৫ হাজার টাকায় এই বালুমহালের ইজারা নেয় মেসার্স তাকবীর এন্টারপ্রাইজ। গত ৩০ মে জেলা প্রশাসনের সঙ্গে এই প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়। এর প্রপ্রাইটার মো. আবুল বাশার। তিনি জেলা আওয়ামী লীগের একজন নেতা। রাজনৈতিক পটপরিবর্তনের পর একাধিক মামলায় আসামি হয়ে তিনি পলাতক। ইজারাদার পলাতক থাকলেও বালু উত্তোলন বেড়েছে আরো জোরেশোরে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে গিয়ে দেখা গেছে, যমুনা নদীর প্রবাহিত খাতে অবস্থিত ইস্ট ওয়েস্ট ইন্টার কানেকশন-১-এর বিদ্যুৎ সংযোগ ৭ ও ৮ নম্বর টাওয়ারের কয়েক শ গজের মধ্যে তিনটি ড্রেজার (কাটিং মেশিন) দিয়ে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করে বাল্কহেডে ভরা হচ্ছে। প্রায় এক ঘণ্টা অবস্থানকালে দেখা গেল প্রতি আধাঘণ্টায় তিনটি ড্রেজারের মাধ্যমে তিনটি করে বাল্কহেড বালু ভর্তি করা হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইজারাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী দক্ষিণ তেওতা মৌজার মাত্র ৯ দশমিক কয়েক একর জমিতে রয়েছে এই বালুমহাল। অথচ বালু কাটা হচ্ছে নির্দিষ্ট এলাকা থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে আলোকদিয়া চরের কাছে বাতেনের পাড়া এলাকায়। একসময় বাতেনের পাড়ায় অনেক মানুষের বসতি ছিল। ভাঙনে বিলীন হয়ে গেছে সব। এখানেই রয়েছে ইস্ট ওয়েস্ট ইন্টার কানেকশনের দুটি টাওয়ার। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী মহালের ইজারাদার আবুল বাশারের বালু তোলার কথা। কিন্তু আওয়ামী লীগের এই নেতা রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে পলাতক। তবে অনুসন্ধানে জানা গেছে, এই বালুমহালের জন্য তিনি তাসলিমা আবেদিন নামের একজনকে ব্যাবসায়িক পার্টনার নিয়েছিলেন। তাঁদের দুজনের মধ্যে যে চুক্তি হয়েছে তার একটি কপি কালের কণ্ঠের প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে। চুক্তির কপিতে উল্লেখ করা হয়েছে, তাসলিমা আবেদিনের বাবা জয়নাল আবেদিন। ঠিকানা দেওয়া হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ত্রিলোচন ইউনিয়নের গড়াই গ্রাম। চুক্তি অনুযায়ী ব্যবসার ৮০ শতাংশের মালিক তাসলিমা আবেদিন এবং আবুল বাশারের মালিকানায় ২০ শতাংশ। তাঁর মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তাসলিমা আবেদিনের ম্যানেজার তানজিব এহেসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়। তিনি বালুমহালের নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেন। বালুমহালের নির্দিষ্ট এলাকায় চর পড়ে যাওয়ায় সেখান থেকে বালু উত্তোলন করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাওয়ার গ্রিড মেইনটেন্যান্স ডিভিশনের শিবালয় কার্যালয়ের প্রকৌশলী মোহাম্মদ গিয়াস মাহামুদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইস্ট ওয়েস্ট ইন্টার কানেকশন-১-এর অধীন যমুনা নদীর ওপর দিয়ে নেওয়া বিদ্যুতের তার সংযোগের টাওয়ারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশের বিদ্যুৎ নেটওয়ার্ক এর ওপর অনেকটা নির্ভরশীল। টাওয়ারের কাছাকাছি থেকে মাটি বা বালু তোলা নিষেধ রয়েছে। কতটা কাছে মাটি কাটা হচ্ছে সরেজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহম্মদ বেলাল হোসেন বালুমহালের বাইরে গিয়ে ইজারাদার বালু উত্তোলন করছে জানিয়ে বলেন, তাদের দুই দফায় সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। ড্রেজার, বাল্কহেড জব্দ না করার বিষয়ে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের সে সক্ষমতা নেই। তবে স্থানীয় জনসাধারণকে এ ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য তিনি আহবান করেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>