তীব্র শীতে কৃষকের কষ্ট লাঘব করবে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন। এই মেশিন দিয়ে মাত্র পাঁচ-ছয় দিনে ৫০ একর জমিতে ধান রোপণ করা যাবে। বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান রবিবার চিতলমারী উপজেলায় আনুষ্ঠানিকভাবে এই মেশিনের কার্যক্রম উদ্বোধন করেছেন।
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত আল মারুফ কালের কণ্ঠকে জানান, এই প্রথম চিতলমারী উপজেলায় কৃষকের পরিবর্তে মেশিনেই রোপণ করবে ধান।