চাঁদপুর শহরে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ ছয়জনের মধ্যে এক গৃহবধূ মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে রাজধানী ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান খাদিজা আক্তার (২৮) নামের ওই নারী। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন তাঁর স্বজন মনির হোসেন। এর আগে গত রবিবার ভোররাতে সাহরির সময় শহরের কোড়ালিয়া এলাকার রুস্তম আলীর বাসার চতুর্থ তলায় এ দুর্ঘটনা ঘটে।