ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পল্লকিবি জসীমউদ্দীনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে কবির বাড়ির আঙিনায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে আলোচনাসভা ও কবির রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এর আগে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, কবিপুত্র খুরশিদ আনোয়ার, প্রফেসর আলতাফ হোসেন, সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন, বিএনপি নেতা এ এফ কাইয়ুম জঙ্গী, জামায়াত নেতা অধ্যাপক আব্দুত তাওয়াব, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন প্রমুখ।