সিয়াম সাধনার মাস রমাদানের পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই নতুন পোশাক। পোশাকের সঙ্গে আরো কত কী ঈদের কেনাকাটা। ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বেচাকেনা।
সিয়াম সাধনার মাস রমাদানের পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই নতুন পোশাক। পোশাকের সঙ্গে আরো কত কী ঈদের কেনাকাটা। ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বেচাকেনা।
চট্টগ্রাম : গত কয়েক দিন নগরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, জহুর হকার্স মার্কেট, নিউমার্কেট, জলসা মার্কেট, আমতলা থেকে সড়কের দুই পাশে (নিউমার্কেট মোড়) এবং আলকরণ থেকে পুরনো রেলস্টেশন সড়ক এবং ফুটপাতের দোকানগুলোতে প্রচণ্ড ভিড়। পাশাপাশি রেয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, তামাকুমণ্ডি লেনেও হাঁটার জো নেই।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে বিভিন্ন দেশীয় পোশাক। সেই সঙ্গে লং ড্রেস, গাউন, গারারা, সারারা, জর্জেট থ্রিপিস, গোলবাহার, গোলজান কিনছেন অনেকেই। গরমের বিষয়টি ভেবে লেহেঙ্গার পাশাপাশি বাহারি ডিজাইনের সুতি থ্রিপিসও কিনছেন তরুণীরা।
ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়ি উপজেলায় কাপড়ের দোকানগুলোতে পুরুষের চেয়ে নারী ক্রেতার সমাগম বেশি। ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবসায়ীরা তাঁদের মার্কেট ও দোকানগুলো বর্ণিল সাজে সাজিয়েছেন।
উপজেলা সদর বিবিরহাটের ফটিক প্লাজা, মীর জাহানারা কমপ্লেক্স, হক মার্কেট, এ কে সেন্টারে সবচেয়ে বেশি ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে।
ময়মনসিংহ : ময়মনসিংহে ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণিবিতানগুলোতে কেনাকাটা করতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণিপেশা ও বয়সের মানুষ। মা-বাবার সঙ্গে আসছে তাঁদের ছেলেমেয়েরাও।
ব্যবসায়ী মো. সুমন বলেন, ‘ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রির পরিমাণও তত বাড়বে।’
সৈয়দপুর (নীলফামারী) : উত্তর জনপদের প্রবেশদ্বার সৈয়দপুর উপজেলা। বাণিজ্যপ্রধান সৈয়দপুর উপজেলার মানুষকে কেনাকাটার জন্য বাইরের কোনো শহরে যেতে হয় না।
সরেজমিনে মার্কেটগুলো ঘুরে দেখা যায়, সবার হাতেই শোভা পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শপিং ব্যাগ। কারো হাতে পোশাক, কারো হাতে জুতা স্যান্ডেলের ব্যাগ। দৃশ্য দেখেই বোঝা যায় বেচাকেনা ভালো। সব দোকানেই ক্রেতাদের আনাগোনা।
চরফ্যাশন (ভোলা) : ক্রেতাদের অভিযোগ, এবারের ঈদে পোশাকের মূল্য একটু বেশি। পোশাক কিনতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। তবে দোকানিরা বলছেন, ঘরভাড়া লাইটিং এবং কাজের লোকের কস্টিং বেশি, তাই একটু বেশি দামেই বিক্রি করতে হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ‘জনগণের জানমাল নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ চলছে।’
সম্পর্কিত খবর
নাটোর শহরের পুরাতন থানার পাশে একটি পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের কান্দিভিটা এলাকার তালাব পুকুর থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার বিকেলে তালাব পুকুরে মাছ ধরার সময় জালে কম্বলে মোড়ানো একটি বস্তার মতো বস্তু উঠে আসে। সেটিকে ওপরে তুলে কম্বল খুলে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের স্টিমারঘাট লঞ্চঘাট এলাকায় নোঙর করা এমভি সায়মুন-১ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাতের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে লঞ্চের অবকাঠামোর ওপরের একটি অংশ পুড়ে যায়।
গাজীপুরের কালিয়াকৈরে পাওনা টাকা দিতে না পেরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কেশব কর্মকার নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার পালপাড়া এলাকায়। নিহত কেশব কর্মকার (৪৫) উপজেলার পালপাড়া এলাকার ভানু কর্মকারের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কেশব কর্মকার কালিয়াকৈর বাজারে জুয়েলারি ব্যবসা করতেন।
দিনাজপুরের বীরগঞ্জে ছয় বছরের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন এক মা। বৃহস্পতিবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। মা-মেয়ের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন এবং পুলিশ জানায়, সন্ধ্যার সময় মা ববিতা রানী (২৫) তাঁর মেয়ে তন্বী রানী রায়কে (৬) নিয়ে গ্যাস ট্যাবলেট খান।