<p>শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে এ কে আজাদ ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। একই সভায় মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। এ কে আজাদ দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সফল ব্যবসায়ী। তিনি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ অব কম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি। পুনর্নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ তিন দশকের বেশি সময় ধরে কাগজ, আইটি, ইনস্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, অ্যাগ্রো সেক্টর, রাবার, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি সোবহান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেড, ইউনুছ কোল্ড স্টোরেজ, অনন্ত পেপার মিলস, ইউনুছ পেপার মিলস, ইউনুছ ফাইন পেপার মিলস, ইউনুছ স্পিনিং মিলস, ইউনুছ নিউজপ্রিন্ট মিলস ও ইউনুছ অফসেট পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক। পুনর্নির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ চার দশক ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। তিনি রূপসা ট্রেডিং করপোরেশন এবং মহিউদ্দিন অটো হাউসের স্বত্বাধিকারী। তা ছাড়া তিনি প্যাসিফিক অটোমোবাইলসের চেয়ারম্যান।</p> <p> </p> <p> </p> <p> </p>