<p>ভারতে পাচার করার সময় দুটি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৮ ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। </p> <p>আটকের আল আমিন (২৫) সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।</p> <p>সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, ভোমরা কম্পানি কমান্ডার সুবেদার মো. নাসির উদ্দীনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল আল আমিনকে চ্যালেঞ্জ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার পায়ুপথে সোনার বার রয়েছে বলে স্বীকার করেন আল আমিন। </p> <p>তিনি আরো জানান, পরে ওষুধ প্রয়োগের মাধ্যমে তার পায়ুপথ থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার আনুমানিক ওজন ২৩৩ গ্রাম ৩৭ মিলিগ্রাম, যার আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা। এ সময় তার কাছ থেকে ২৫ হাজার টাকা দামের একটি মোবাইল ফোনসেট ও চার হাজার টাকা জব্দ করা হয়।</p> <p>সোনার বার সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। আটককে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে মামলার প্রস্তুতি চলছে।</p>