<p>গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২টি ভাঙ্গারির দোকান ও ১টি তেলের গোডাউন ভস্মীভূত হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ঘাঘর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।</p> <p>প্রত্যক্ষদর্শী লেবু শেখ বলেন, ‘আজ সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘরের জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি গনেশ সাহার তেলের গোডাউনে আগুন লেগেছে। আগুনের তাপে বিকট শব্দে তেলের ব্যারেল ফেটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সোহেল শেখে ২টি ভাঙ্গারি মালের দোকান ও গনেশ সাহার ১টি তেলের গোডাউন সম্পূর্ণ পুড়ে যায়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কী থাকছে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735538179-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কী থাকছে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/30/1462980" target="_blank"> </a></div> </div> <p>কোটালীপাড়া ফায়ার স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঘাঘর বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমরা সেখানে ছুটে আসি। ১ ঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের সূত্রপাত তাৎক্ষনিকভাবে বলা যাচ্ছে না। </p> <p>আগুনে পুড়ে যাওয়া দোকানের ব্যবসায়ী সোহেল শেখ বলেন, ‘আমার প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। সবমিলিয়ে অগ্নিকাণ্ডে দোকান ঘর ও মালামালসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা! ফের আলোচনায় সানজিদা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735534108-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা! ফের আলোচনায় সানজিদা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/30/1462964" target="_blank"> </a></div> </div> <p>কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ও কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।</p>