<p>গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা চলছে। বলা হচ্ছে ৫৫ বছর বয়সী সোহেল তাজ সাতটি বিয়ে করেছেন।</p> <p>সম্প্রতি সোহেল তাজের ‘আয়রন গার্ল’ শিমুর সঙ্গে বাগদানের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও চিত্রে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় পেছনে বাগদানসংবলিত একটি পোস্টারও দেখা যায়। কনে সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রশিক্ষণের জন্য ভারতে যাচ্ছেন ৫০ বিচারক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735985934-e74ca1515dd06caa664f3998e9ab0ca9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রশিক্ষণের জন্য ভারতে যাচ্ছেন ৫০ বিচারক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2025/01/04/1464824" target="_blank"> </a></div> </div> <p>ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা হয়। এর পরই  ৫৫ বছর বয়সী সোহেল তাজ ‘সাতটি বিয়ে’ করেছেন বলে একের পর স্ট্যাটাস আসতে থাকে নানা পেজ থেকে। বিষয়টি চোখে পড়েছে সোহেল তাজেরও। ফলে সপ্তম বিয়ে প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে।</p> <p>‘আমি কিছুই বলব না কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়- ২টি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘সৈয়দ আশরাফের ৩ জানাজা হবে শুনে বিরক্ত হন শেখ হাসিনা’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735984993-ed4aa4c0b4f87b83bf5a89dc6d113d71.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘সৈয়দ আশরাফের ৩ জানাজা হবে শুনে বিরক্ত হন শেখ হাসিনা’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/04/1464814" target="_blank"> </a></div> </div> <p>উল্লেখ্য, সোহেল তাজ শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে। তিনি ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে পান। ২০০৮ সালে একই আসন থেকে আবারও সাংসদ হিসেবে নির্বাচিত হন। </p> <p>২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন।</p>