গাইবান্ধা জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করতে ‘গাইবান্ধা পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ বাস্তবায়ন পরিষদ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শুক্রবার (৭ মার্চ ) ঢাকার মিরপুরের একটি হোটেলে ‘গাইবান্ধা জনকল্যালণ সমিতি’র ইফতার মাহফিল ও আলোচনা সভা থেকে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকাস্থ গাইবান্ধাবাসীর সম্মতিক্রমে ‘গাইবান্ধা পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ বাস্তবায়ন পরিষদ’ গঠন করা হয়। পরিষদে ডা. এ টি এম রাশেদুন্নবীকে আহ্বায়ক ও আসাদ নূরকে (আসাদুজ্জামান নূর ) সদস্য সচিব করা হয়েছে।
আরো পড়ুন
ধর্মের নামে ইসলাম পরিপন্থী কাজের বিরুদ্ধে আলেমদের সোচ্চার থাকতে হবে : হাসনাত
এছাড়া, সংগঠনের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন অ্যাডভোকেট আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার এরশাদুল হক, মাহফুজুর রহমান চঞ্চল ও ডা. তানবীর আহমেদ। আর যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. জাকির হোসেনকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- মো. নওশের আলী, মোশাররফ হোসেন, মাহমুদ হাসান, আবু সাঈদ খুদরী লিখন, জোবায়ের প্রধান, মো. সাইফুল ইসলাম, ওয়াহেদুজ্জামান আহমেদ, এ টি এম ফজলে রাব্বী, হাফেজ ইব্রাহিম খলিল, আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মুজাহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম জহির, হাদিউল করিম, সামিউল ইসলাম, আব্দুর রাফেক, ফরিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, শামীম হোসেন, তরিকুল ইসলাম, শফী আহমেদ, আল আমিন সরকার, রফিউল ইসলাম, আল আমিন, আবদুল্লাহ ফয়সাল, ডা. মাকসুদুল হক মাসুদ, হামিদুল হক, ওমর সানি আকন্দ, সাজু মিয়া, তৌহিদুল ইসলাম ও ডা. মনিরুল হক।