‘গাইবান্ধা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ বাস্তবায়ন পরিষদ’ গঠন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘গাইবান্ধা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ বাস্তবায়ন পরিষদ’ গঠন
সংগৃহীত ছবি

গাইবান্ধা জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করতে ‘গাইবান্ধা পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ বাস্তবায়ন পরিষদ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার (৭ মার্চ ) ঢাকার মিরপুরের একটি হোটেলে ‘গাইবান্ধা জনকল্যালণ সমিতি’র ইফতার মাহফিল ও আলোচনা সভা থেকে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ঢাকাস্থ গাইবান্ধাবাসীর সম্মতিক্রমে ‘গাইবান্ধা পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ বাস্তবায়ন পরিষদ’ গঠন করা হয়। পরিষদে ডা. এ টি এম রাশেদুন্নবীকে আহ্বায়ক ও আসাদ নূরকে (আসাদুজ্জামান নূর ) সদস্য সচিব করা হয়েছে।

আরো পড়ুন
ধর্মের নামে ইসলাম পরিপন্থী কাজের বিরুদ্ধে আলেমদের সোচ্চার থাকতে হবে : হাসনাত

ধর্মের নামে ইসলাম পরিপন্থী কাজের বিরুদ্ধে আলেমদের সোচ্চার থাকতে হবে : হাসনাত

 

এছাড়া, সংগঠনের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন অ্যাডভোকেট আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার এরশাদুল হক, মাহফুজুর রহমান চঞ্চল ও ডা. তানবীর আহমেদ। আর যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. জাকির হোসেনকে।

কমিটির অন্য সদস্যরা হলেন- মো. নওশের আলী, মোশাররফ হোসেন, মাহমুদ হাসান, আবু সাঈদ খুদরী লিখন, জোবায়ের প্রধান, মো. সাইফুল ইসলাম, ওয়াহেদুজ্জামান আহমেদ, এ টি এম ফজলে রাব্বী, হাফেজ ইব্রাহিম খলিল, আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মুজাহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম জহির, হাদিউল করিম, সামিউল ইসলাম, আব্দুর রাফেক, ফরিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, শামীম হোসেন, তরিকুল ইসলাম, শফী আহমেদ, আল আমিন সরকার, রফিউল ইসলাম, আল আমিন, আবদুল্লাহ ফয়সাল, ডা. মাকসুদুল হক মাসুদ, হামিদুল হক, ওমর সানি আকন্দ, সাজু মিয়া, তৌহিদুল ইসলাম ও ডা. মনিরুল হক।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক
সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুরে ফেন্সিডিল বিক্রির অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাতে শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠ থেকে তাকে আটক করা হয়। 

আটক ওই স্বেচ্ছাসেবক দল নেতার নাম হাফিজুল আসিফ শাওন (৩৪)। তিনি শেরপুর শহরের জগন্নাথপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে।

শাওন শেরপুর পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এ ঘটনায় আজ শনিবার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ময়নুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেছেন।

আরো পড়ুন
জুলাই বিপ্লবে শহীদ সায়েমের কবরস্থান ভাঙচুরের অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

জুলাই বিপ্লবে শহীদ সায়েমের কবরস্থান ভাঙচুরের অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

 

মামলা সূত্রে জানা যায়, ঘটনার রাতে শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল বিক্রি করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুল আসিফ শাওন। বিষয়টি গোপন সংবাদে জানতে পেরে যৌথবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে মাদক বিক্রির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন যৌথ বাহিনী।

এক পর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী জগন্নাথ পাড়াস্থ নিজ বাড়ির শয়নকক্ষে রক্ষিত আলমারির পাশ থেকে এক বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, ফেন্সিডিলসহ আটক হওয়া হাফিজুল ইসলাম শাওনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাকে শনিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

বিশেষ অভিযানে আ. লীগের ৩ নেতাসহ গ্রেপ্তার ৩০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
বিশেষ অভিযানে আ. লীগের ৩ নেতাসহ গ্রেপ্তার ৩০
সংগৃহীত ছবি

চট্টগ্রামে নগর পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাসহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সময়ে নগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

শনিবার বিকেলে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিএমপির বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী/পরিকল্পনাকারী/সহযোগী ৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসীবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

 

আরো পড়ুন
নিজের লেখা বই নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজের লেখা বই নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আনোয়ার হোসেন, হারুনুর রশিদ, আশিষ কুমার নাথ, মো. নওশেদ আলম, মো. মুন্না, ফয়েজ উল্লাহ ফয়সাল প্রকাশ কিং ফয়সল, বশির উদ্দিন সোহেল, মোস্তফা কামাল, মো. আকিব, মো. আজিজ, রিয়াজ সরকার, আরিফুল ইসলাম, আব্দুল জব্বার খন্দকার, তৌহিদুল ইসলাম, আবরার হোসেন শাহারিয়া, জাহেদুল ইসলাম, জাহিদুল আলম জাহিদ, মোহাম্মদ ওসমান, আক্তারুজ্জামান চৌধুরী, মোহাম্মদ রাব্বি, হারুনুর রশিদ, মোসলেম উদ্দিন, নাজিম উদ্দিন, মো. আকাশ, করিম উদ্দিন, মো. ইসরাফিল, বিকাশ চাকমা, মো. ফরহাদ, মো. জাহাঙ্গীর ও মো. রিপন। 

প্রাসঙ্গিক
মন্তব্য

চাঁদা না পেয়ে শ্রমিকদের পেটালেন যুবদল নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
চাঁদা না পেয়ে শ্রমিকদের পেটালেন যুবদল নেতা
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে বেড়িবাঁধ সংস্কার কাজের ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে ছয় শ্রমিককে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল নেতা আনোয়ার সম্রাটের বিরুদ্ধে। শনিবার (১৫ মার্চ) সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

সম্রাট সদর চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও স্থানীয় মনপুরা এলাকার বাসিন্দা। আহতরা হলেন কাসেম সর্দার, ইসলাম সর্দার, জাহের সর্দারসহ তিনজন ভেকু চালক।

কাশেম সর্দার বলেন, 'শনিবার সকালে কাজ শুরু করার পর লোকজন এসে কাজে বাঁধা দেয়। কাজ বন্ধ না করায় সম্রাট এসে লাঠি দিয়ে এলোপাতাড়ি আমাদেরকে পিটিয়ে আহত করে।'  

ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ক মামুনুর রশিদ বলেন, 'বেড়িবাঁধ সংস্কার কাজে কয়েক দফা বাধাগ্রস্ত হয়েছি। সম্রাট চাঁদা চেয়েছেন, কত টাকা তা বলেনি।

'

সম্রাট বলেন, 'আমি ব্যবসা করি। আমি বেঁড়িবাধের কাজ বন্ধ করিনি। শ্রমিকদের মারধরের ঘটনায় আমি কিংবা আমার কোনো লোক জড়িত নয়। আমি ঘটনাস্থল যাইনি।

আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, সম্রাট সাবেক যুবদল নেতা।

চর রমনী মোহন ইউনিয়ন যুবদলের সভাপতি ইউনুছ খান বলেন, সম্রাট যুবদলের কমিটিতে আছেন। তিনি আমাদের সঙ্গে রাজনীতি করেন। তিনি ইউনিয়ন কমিটির সহ-সভাপতি পদ রয়েছেন কি না জানতে চাইলে ইউনুছ বলেন, ১৪ বছর আগে কমিটি হয়েছে, কাগজ দেখতে হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, 'ঘটনাটি আমার জানা নেই।

আমি বাহিরে আছি। থানায় গেলে জানতে পারব, কেউ কোনো অভিযোগ দিয়েছে কি না।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খাঁনের মোবাইলফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে মজুচৌধুরীর হাটে ‘ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’ হাতে নেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত ১০.০৪৮ কিলোমিটার বাঁধ সংস্কারের পাশাপাশি ভাঙা অংশে একটি স্লুইস গেট নির্মাণ করা হবে। একইসঙ্গে বাঁধ এলাকার দুই কিলোমিটার অংশে ক্যাম্পের খাল পুনঃখনন করা হচ্ছে। বাঁধ সংস্কার ও খাল খননে পাঁচ কোটি ২১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা এন্ড সন্স কাজটি করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে বাঁধের উচ্চতা সাড়ে ৭ মিটার ও উপরিভাগের প্রস্থ ৬ মিটার হবে। এ ছাড়া স্লুইস গেট নির্মাণে প্রায় দুই কোটি টাকা ব্যয় হবে। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

মন্তব্য

কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ৩১ লাখ টাকার ভারতীয় চাল জব্দ

কুমিল্লা প্রতিনিধি (উত্তর)
কুমিল্লা প্রতিনিধি (উত্তর)
শেয়ার
কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ৩১ লাখ টাকার ভারতীয় চাল জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা ৬ হাজার ৭শ ৭০ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন-১০ অধিনায়ক লে. কর্নেল এএম জাহিদ পারভেজ শনিবার (১৫ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিজিবির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

এ সময় পালপাড়া নামক স্থানে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ৭ শ ৭০ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য- প্রায় ৩০ লাখ ৪৬ হাজার ৫ শ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। 

অধিনায়ক লে. কর্নেল এএম জাহিদ পারভেজ বলেন, ‘কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দেশের সীমান্ত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্বের সাথে আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ