ভূরুঙ্গামারীতে সড়কে প্রাণ গেল ইউপি চেয়ারম্যানের

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ভূরুঙ্গামারীতে সড়কে প্রাণ গেল ইউপি চেয়ারম্যানের
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বল্লভের খাষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মারা গেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দেওয়ানের খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের স্বজনরা জানায়, আব্দুর রাজ্জাক ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

 

আরো পড়ুন
সাংবাদিক আলী হাবিবের মৃত্যুতে ঝিনাইদহ প্রেস ক্লাবের শোক

সাংবাদিক আলী হাবিবের মৃত্যুতে ঝিনাইদহ প্রেস ক্লাবের শোক

তারা আরো জানায়, আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করে স্থানীয়রা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডক্টরস ক্লিনিকে তার মৃত্যু হয়।

আরো পড়ুন
ঈদকে সামনে রেখে ভেজাল সেমাই তৈরি, তিন কারখানায় জরিমানা

ঈদকে সামনে রেখে ভেজাল সেমাই তৈরি, তিন কারখানায় জরিমানা

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল হেলাল মাহামুদ জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি থানায় আছে।

এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

এনআইডি তথ্য বিক্রির অভিযোগে দুই অপারেটর গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
শেয়ার
এনআইডি তথ্য বিক্রির অভিযোগে দুই অপারেটর গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন অফিসের দুই অপারেটরের বিরুদ্ধে অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন—স্ক্যানিং অপারেটর আশিকুল আলম ও ডাটা এন্ট্রি অপারেটর নাহিদুল ইসলাম।

বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলা নির্বাচন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান রায়পুরা উপজেলা নির্বাচন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীন মোহাম্মদ রাসেল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে রায়পুরা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দ্বীন মোহাম্মদ রাসেল বলেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রির ঘটনায় নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের (২য় পর্যায়) আইটি পরিচালক উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীরকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আজ বুধবার তদন্ত কমিটি সদস্যরা সরেজমিনে রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে অভিযোগের সত্যতা পান।

তদন্ত কমিটির প্রধান উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর কালের কন্ঠকে জানান, ‘অভিযুক্ত আশিক আলম ও নাহিদুল ইসলাম এনআইডি তথ্য বিক্রির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের বিকাশ নম্বর বিশ্লেষণ করে দেখা গেছে, গত ছয় মাসে ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

এর মধ্যে আশিকুল আলমের বিকাশ নম্বরেই ১২ লাখ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।’

তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত দুই কর্মকর্তা বিভিন্ন দালালের মাধ্যমে এনআইডি সংশোধন ও গোপন তথ্য হস্তান্তর করতেন। এতে অসাধু উপায়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করা হয়েছে। এ বিষয়ে আরো তথ্য পাওয়া গেছে।

যা পরবর্তী সময়ে তদন্ত করা হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান সাদ ওয়ায়েজ তানভীর।

এ বিষয়ে ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা দ্বীন মোহাম্মদ রাসেল বলেন, ‘আমি নিজেই বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব। ইতিমধ্যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্তব্য

অবৈধভাবে টিসিবি পণ্য বিক্রি, মালামাল জব্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
অবৈধভাবে টিসিবি পণ্য বিক্রি, মালামাল জব্দ
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে খাদ্য গুদামে টিসিবির ট্রাক সেলে সরকারি মালামাল অবৈধভাবে বিক্রি করার সময় সয়াবিন তেল, চিনি, ছোল, মসুর ডালসহ একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এমন অনিয়ম করায় পণ্যের গুণগতমান তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত ইকবাল মাহমুদকে ক্লোজড করতে টিসিবিকে চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে জেলা খাদ্য গুদামে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) মালামাল ভর্তি পিকআপ ও অটোরিকশা জব্দ করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস ঘটনাস্থলে অভিযান চালায়।

 

জেলা এনএসআই সূত্র জানায়, ইকবাল মাহমুদের যোগসাজশে অবৈধভাবে খাদ্য গুদামে পরিবেশকের মনোনীত ব্যবসায়ীর কাছে মালামাল বিক্রি করা হচ্ছিল। এসময় ১টি ট্রাকের ৪০০টি ডিও কার্ডের মধ্যে ১৮৪ টি ডিও কার্ডের খাদ্যপণ্য অধিক মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে পার্শ্ববর্তী ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। এছাড়া অপর ট্রাকের ৪০০ টি ডিওর মধ্যে ৫০টি ডিও কার্ডের পণ্য পৃথকভাবে সরিয়ে রাখা হয়। নির্দিষ্ট এলাকায় ট্রাক সেলের মালামাল বিক্রয় না করে তারা অবৈধ পথ অবলম্বন করে।

এ ঘটনায় অভিযুক্ত পরিবেশক রাশমুন ট্রেডার্সের স্বত্বাধিকারী এমরান হোসেনকে ১৮৪ টি ডিও কার্ডের মূল্য অনুযায়ী ৮৮ হাজার ৪৪ টাকা জরিমানাসহ ডিলারশীপ লাইসেন্স বাতিল করা হয়েছে। একইসঙ্গে গুণগতমান তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত ইকবাল মাহমুদকে ক্লোজড করার জন্য টিসিবি কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টিসিবি মালামালসহ পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় পরিবেশককে ডিও কার্ড অনুযায়ী জরিমানা ও তার লাইসেন্স বাতিল করা হয়।

একইসঙ্গে গুণগতমান নির্ণয়ে দায়িত্বপ্রাপ্ত ইকবাল মাহমুদকে ক্লোজড করতে টিসিবিকে চিঠি দেওয়া হয়েছে।

মন্তব্য

শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শেয়ার
শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি ওই এলাকার খোরশেদ আলমের ছেলে রফিকুল ইসলাম (৪০)। তিনি ভাঙারি মালামাল কেনাবেচার ব্যবসায় করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে মোল্লার বাজার সংলগ্ন রেলওয়েতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। হাত-পা এবং মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেন যাওয়ার পর রেললাইনের ওপর লোকটির শরীরের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন এসে ভিড় জমায়।

ঢাকা থেকে ভাঙ্গাগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি বলেন, যে মারা গেছে তার নাম রফিকুল ইসলাম। আমরা এখানে তিন বছর ধরে থাকি। ভাঙারির ব্যবসায় করি।

আগে চিটাগাং থাকতাম। রফিকুলের এক ছেলে ও এক মেয়ে। সে জুয়া খেলে অনেক টাকা হেরেছে। আমরা ধারণা করছি, সে আত্মহত্যা করেছে। অনেক দিন ধরেই সে হতাশায় ভুগছিল।

তিনি আরো বলেন, ট্রেনে কাটা পড়ে রফিকুলের দুই পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো.খায়রুজ্জামান শিকদার বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে গেছে।

মন্তব্য

যারা সংস্কারের নামে কালক্ষেপণ করতে চায় তারা গণতন্ত্রের শত্রু : শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
যারা সংস্কারের নামে কালক্ষেপণ করতে চায় তারা গণতন্ত্রের শত্রু : শামা ওবায়েদ
ছবি : কালের কণ্ঠ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম বলেছেন, সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা দেশের ভালো এবং গণতন্ত্র চায় না, তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু।   

বুধবার (১৯ মার্চ) বিকেলে শহরের অম্বিকা ময়দানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জেলা যুবদলের আয়োজনে ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ১৫ বছর পরে শেখ হাসিনার পতন ঘটেছে। আওয়ামী লীগের দৃশ্য দেখা যাচ্ছে না।

কিন্তু হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা চারপাশে ঘোরাফেরা করছে। হাসিনার পতনের পরেও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছেন। আমরা নিজ বাড়িতে থাকতে পারিনি।

এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্বাচনের বিকল্প নেই। আগামীতে একটি সুষ্ঠু ভোট হলে বিএনপি সরকার গঠন করবে।’

বিএনপির এই নেত্রী বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন কায়েম হবে। মানুষ গুম হবে না।

অর্থনীতি ব্যাংকিং সেক্টরসহ সব সেক্টরকে উন্নত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিকল্প নেই।

শামা ওবায়েদ আরো বলেন, এখনো দেশে নারীরা নিরাপদ নয়। বিভিন্ন স্থানে খুন, সহিংসতা ও নির্যাতন চলছে। দেশে আইনের শাসন নেই। চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে।

আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিছু করতে পারছে না। সুতরাং আমরা মনে করি, এখনো গভীর ষড়যন্ত্র চলছে। গভীর ষড়যন্ত্র থেকে যদি উত্তরণ করতে অতি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ১৭ কোটি মানুষ ভোটের আশায় বসে আছে। 

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেছ আলী ইছা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফজলুল হক টুলু, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

এ সময় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ