<p>সরকারি বিভিন্ন দপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। এই দপ্তরগুলোর মধ্যে সবচেয়ে বেশি পদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে। আবেদন করতে হবে ১৫ ডিসেম্বর ২০২৪ থেকে ১৬ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে।<br /> <br /> <strong>স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর:</strong><br /> পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী [৯ম গ্রেড]<br /> পদ সংখ্যা: ১৮১টি (স্থায়ী পদ)<br /> বেতন:২২,০০০-৫৩,০৬০  টাকা ও অন্যান্য ভাতা/সুবিধাদি।<br /> যোগ্যতা:  স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুরকৌশলে স্নাতক ডিগ্রি;<br /> অথবা অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (এ,এম,আই,ই)-এর পুরকৌশল বিষয়ের সেকশন 'এ' ও 'বি' পরীক্ষায় উত্তীর্ণ।<br /> বয়সসীমা: ৩২ বছর।<br /> <br /> <strong>ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর:</strong><br /> উপসহকারী সেটেলমেন্ট অফিসার (কানুনগো) [১০ম গ্রেড]<br /> পদ সংখ্যা:  ২৭৮টি (স্থায়ী পদ)<br /> বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা ও অন্যান্য ভাতা/সুবিধাদি ।<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি;<br /> অথবা স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি।<br /> শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ অথবা তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।<br /> বয়সসীমা: ৩২ বছর।<br /> অভিজ্ঞতা: কোনো প্রতিষ্ঠানে জরিপ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা।<br /> <br /> <strong>আবেদনের লিংক:</strong> http://bpsc.teletalk.com.bd<br /> <strong>নিয়োগ বিজ্ঞপ্তি:</strong> <a href="https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/135b5de5_3914_4ae7_8049_9420e2745e62/PDF_204_compressed%20(1).pdf" target="_blank">https://bpsc.gov.bd</a></p>