<p>এশিয়ার একটি পর্বতমালা হিমালয়। এটি অনেক পর্বতের সমন্বয়ে গঠিত। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও চীন এই পাঁচটি দেশে এটি বিস্তৃত। হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘মাউন্ট এভারেস্ট’। এটি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা প্রায় আট হাজার ৮৪৮ মিটার। এ ছাড়া আট হাজার মিটারের বেশি বেশ কিছু পর্বত রয়েছে হিমালয়ে। এর মধ্যে কাঞ্চনজঙ্ঘা, কে-টু, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা পর্বত অন্যতম। সাত হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত রয়েছে অর্ধশতাধিক।</p> <p>ভূ-তত্ত্ববিদদের ধারণা, ভারতীয় প্লেট ও এশিয়ান প্লেটের সংঘর্ষে হিমালয় সৃষ্টি হয়েছে। বিশ্বের তিনটি প্রধান নদী—সিন্ধু, ব্রহ্মপুত্র ও গঙ্গার উৎপত্তি হয়েছে এই পর্বতমালা থেকেই।</p> <p> </p>