<p>মাসিক ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে পাঁচ দিন ধরে কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। এখন তাঁদের দাবি, সরকারি সুযোগ-সুবিধাসহ নবম গ্রেডে বেতন-ভাতা চালু করার। এর আগে ট্রেইনি চিকিৎসকদের আন্দোলনের মুখে পাঁচ হাজার বাড়িয়ে ৩০ হাজার টাকা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কর্মবিরতি অব্যাহত রেখেছেন চিকিৎসকরা।</p> <p>ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন গতকাল বুধবার বলেন, ‘ভাতা বাড়ানোর বিষয়ে আমরা স্থায়ী সমাধান চাই। পরবর্তী প্রজন্মের যাতে আমাদের মতো আন্দোলন করতে না হয়। ভাতা ৫০ হাজার যদি সরকার না করে তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের যে ডাক্তাররা আছেন, তাঁদের বেতন-ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা যেন নবম গ্রেড অনুযায়ী নির্ধারণ করা হয়।’</p> <p> </p>