<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৫ সালের মধ্যে জুয়েলারি ব্যবসা আরো সমৃদ্ধ হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির ফাতেমা কনভেনশন সেন্টারে স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভায় বক্তারা এই আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা সরকারি মূল্য তালিকা অনুযায়ী গয়না বিক্রি করার জন্য সব জুয়েলারি ব্যবসায়ীকে অনুরোধ জানান। পাশাপাশি সংগঠনের সদস্য হয়ে কেন্দ্রীয় কমিটিকে আরো শক্তিশালী করার আহবান জানান তাঁরা। মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন বাজুসের সহসভাপতি মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আবু নাসের, মো. আব্দুল্লাহ, মো. আব্দুস ছালাম, শেখ মো. মুসা, মো. রবিউল আলম, বিপ্লব গাজী, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন ও ইউসুফ হাওলাদার। সভায় সভাপতিত্ব করেন বাজুসের ঝালকাঠির আহ্বায়ক মো. নুরুল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্যসচিব মো. ইউসুফ হাওলাদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী জাহিদ হাসান সোহাগ, দেবব্রত কর্মকার ও গোপাল কর্মকার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>