<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রৌমারীতে গত বুধবার বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়। ভারতের হিমালয় থেকে উড়ে আসা শকুনটি দেখতে ভিড় করে উত্সুক জনতা। পরে স্থানীয়রা এটিকে বনে অবমুক্ত করে দেয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বুধবার বিকেলে রৌমারী উপজেলার শৈলমারী ডাংগুয়াপাড়া গ্রামে শকুনটি দেখা যায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়রা জানায়, বুধবার বিপন্ন প্রজাতির শকুনটি উড়ে এসে মো. মাছুম আলীর টিনের চালে অবস্থান নেয়। পরে দু-তিনজন যুবক শকুনটি আটকে রেখে বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তরে খবর দেয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাছুম আলী জানান, শকুনটি অসুস্থ ছিল। বন্য প্রাণী অধিদপ্তরের সঙ্গে কথা বলে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় একটি বনে শকুনটিকে অবমুক্ত করা হয়েছে।</span></span></span></span></p>