<p>একসময় বাংলাদেশ টেলিভিশনে কণ্ঠশিল্পী আদনান বাবুর সংগীত পরিচালনায় প্রচারিত হতো গানের অনুষ্ঠান ‘গীতি আলাপন’। জনপ্রিয় এই অনুষ্ঠান দেড় দশক ধরে বন্ধ ছিল। ২০১০ সালে প্রচারিত হয়েছিল শেষ পর্ব। অবশেষে ১৫ বছর পর ৬ জানুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে আবার দেখা যাবে অনুষ্ঠানটি। এবারের পর্ব উপস্থাপনা করবেন শান্তা জাহান। গান পরিবেশন করবেন আবিদা সুলতানা, পিয়াল হাসান, পথিক নবী,</p> <p>মিলন মাহমুদ ও খেয়া। ব্যান্ড রেবেলও করবে একটি গান।</p> <p>আদনান বাবু বলেন, ‘শুরু থেকেই অনুষ্ঠানটি জনপ্রিয় ছিল। তবে কেন যে মাঝখানে বন্ধ করে দেওয়া হলো, বুঝতে পারিনি। যা হোক, বিটিভির শুভ বুদ্ধি হয়েছে। এখন থেকে আবার নিয়মিত অনুষ্ঠানটি দেখা যাবে। আমি সেভাবেই পরিকল্পনা সাজিয়েছি।’</p> <p> </p>