সিক্রেট বিউটি এক্সপার্ট
শনিবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হয় বিউটি এক্সপার্ট খোঁজার অনুষ্ঠান ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’। বাছাইকৃত ৩০ জনকে নিয়ে শুরু হয় স্টুডিও রাউন্ড। আজ রয়েছে ১১তম পর্ব। বিচারকাজের দায়িত্ব পালন করছেন কানিজ আলমাস খান, কাজী কামরুল ইসলাম এবং প্রতি পর্বে থাকেন একজন সেলিব্রিটি অতিথি বিচারক।
উপস্থাপনায় আইশা খান।
ভুলে যাওয়া গণহত্যা
১৯৮৭ সালে ভারতের উত্তর প্রদেশের মালিয়ানা গ্রামের ৭২ জন মুসলিমকে হত্যা করা হয়েছিল। তিন দশকেরও বেশি সময় পর আল জাজিরা প্রশ্ন তুলেছে, কেন এই গণহত্যার বিচার হয়নি? আজকের পর্বের নাম ‘পিপল অ্যান্ড পাওয়ার—ইন্ডিয়াস ফরগটেন ম্যাসাকার।’ দেখা যাবে রাত ১০টা ৩০ মিনিটে।