<p>শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রবিবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নাওডোবা এলাকার শেখ রাসেল সেনানিবাসের রাস্তায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে নেওয়ার সময় সবাই মারা যান।</p> <p>শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবিব কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। </p> <p>নিহতরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮), মোমিন আলি ফরাজীর কান্দি এলাকার, এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)। </p> <p>পুলিশ জানায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের পথে মুখোমুখি দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুই মোটরসাইকেলে থাকা চারজন ব্যক্তি ছিটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়ার পথে চারজনের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে।</p> <p>এ ব্যাপারে জানতে চাইলে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীব কালের কণ্ঠকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। যতদূর জানতে পেরেছি অতিরিক্ত গতি হয়তো এই দুর্ঘটনার অন্যতম একটি কারণ। নিহতরা যে গাড়িগুলো চালাচ্ছিলেন সেগুলো অনটেস্ট গাড়ি ছিল। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।</p>