<p>নৌযান শ্রমিকদের দাবি পূরণের আশ্বাসে প্রায় ৪৫ ঘণ্টা পর কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা। বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।</p> <p>এদিকে কর্মবিরতি প্রত্যাহারের পর গতকাল শনিবার রাত থেকেই মোংলা বন্দরে অবস্থান করা মাদার ভ্যাসেল থেকে আমদানি পণ্য খালাস ও পরিবহন করা শুরু হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাম কমেছে দেশি পেঁয়াজের, কেজি কত?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735453793-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাম কমেছে দেশি পেঁয়াজের, কেজি কত?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/29/1462601" target="_blank"> </a></div> </div> <p>১৩টি মাদার ভ্যাসেল থেকে সার, কয়লা, ক্লিংকার ও পাথর খালাস শুরু করেন আমদানিকারকরা।</p> <p>সার আমদানিকারক প্রতিষ্ঠান গ্লোরি শিপিংয়ের ব্যবস্থাপক মাহমুদুল ইসলাম ইমন বলেন, ‘নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে তাদের বিপুল পরিমাণ পণ্য আটকা পড়ে। এতে তাদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। তবে গতরাতে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় আবারও স্বাভাবিক নিয়মে নৌপথে পণ্য খালাস-পরিবহন শুরু হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডেমরায় লেগুনার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735452803-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডেমরায় লেগুনার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/29/1462598" target="_blank"> </a></div> </div> <p>এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাত খুনের ঘটনায় ৪ দাবিতে গত ২৬ ডিসেম্বর রাত ১২টা থেকে শুরু হয় নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে অভ্যন্তরীণ নৌরুটে বন্ধ থাকে পণ্য পরিবহন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাক দেওয়া এ কর্মবিরতিতে বন্ধ ছিল এই বন্দরের পণ্য খালাস ও পরিবহন।</p>