<p>লেবাননের পূর্বাঞ্চলে শনিবার গাড়িতে ইসরায়েলি হামলায় দেশটির ইসলামপন্থী দল জামা ইসলামিয়ার একজন নেতা নিহত হয়েছেন। দলটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সহযোগী হিসেবে পরিচিত। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি এএফপিকে বলেছে, ‘জামা ইসলামিয়ার আল-ফজর বাহিনীর একজন নেতা আয়মান ঘোটমেহ সিরিয়ার সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে পশ্চিম বেকার খিয়ারায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।’</p> <p>এ ছাড়া লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই খিয়ারায় একটি গাড়িকে লক্ষ্যবস্তু করার সময় একজন নিহত হওয়ার খবর দিয়েছে। তারা নিহত ব্যক্তিকে লালা গ্রামের বাসিন্দা হিসেবে চিহ্নিত করেছে। তবে সংস্থাটি আর কোনো বিশদ বিবরণ দেয়নি।</p> <p>অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তাদের একটি বিমান ‘সন্ত্রাসী’ আয়মান ঘোটমেহকে হত্যার জন্য লেবাননের বেকা এলাকায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। ইসরায়েল এই এই ইসলামপন্থী নেতার বিরুদ্ধে লেবাননে হামাস ও জামা ইসলামিয়াকে অস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে।</p> <p>ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রচার ও বাস্তবায়নে জড়িত থাকার জন্য তাকে (আয়মান) লক্ষ্যবস্তু করা হয়েছে।’</p> <p>প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে লেবাননে জামা ইসলামিয়ার সাতজন যোদ্ধা নিহত হয়েছেন। তারা তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর দেয়নি। এর আগে ২৬ এপ্রিল গোষ্ঠীটি বলেছিল, তাদের দুই নেতা পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।</p> <p>জামা ইসলামিয়ার সশস্ত্র শাখা ফজর বাহিনী লেবাননে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। গোষ্ঠীটি লেবাননে হামাসের সঙ্গে যৌথ অভিযানসহ ইসরায়েলের বিরুদ্ধে একাধিক হামলার দায় স্বীকার করেছে। প্রায় ৫০০ পুরুষ এর সদস্য বলে অনুমান করা হয়। গাজা উপত্যকায় ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়। এর পর থেকে লেবাননের শক্তিশালী সশস্ত্র হিজবুল্লাহ আন্দোলন ও ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে জোটবদ্ধ অন্য দলগুলো দক্ষিণে সীমান্তজুড়ে ইসরায়েলের সঙ্গে প্রায় প্রতিদিনই সংঘর্ষে জড়াচ্ছে।</p> <p>এএফপির তথ্য অনুসারে, ইসরায়েল-লেবানন সীমান্তে আট মাসেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় লেবাননে কমপক্ষে ৪৮০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ যোদ্ধা হলেও কমপক্ষে ৯৩ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি পক্ষের অন্তত ১৫ সেনা ও ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছে।</p>