<p>ভারি বৃষ্টিপাতের কারণে ভবন ধসে পড়ে সুদানের উত্তরাঞ্চলে ৯ জন নিহত হয়েছে। একজন স্বাস্থ্যকর্মীর বরাত দিয়ে মঙ্গলবার এএফপি এ তথ্য জানিয়েছে। অন্যদিকে দেশটির দুই প্রতিদ্বন্দ্বী নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় ১৬ মাস ধরে লড়াই চলছে।</p> <p>খার্তুম থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে সুদানের নীল রাজ্যের ছোট শহর আবু হামাদের একটি হাসপাতালের এক কর্মী বলেছেন, ‘বাড়িঘর ধসে পড়ার ফলে ৯ জন মারা গেছে। অনেক আহত ব্যক্তি হাসপাতালে আসছে।’</p> <p>প্রতিবছর আগস্ট মাসে নীল নদে সর্বোচ্চ প্রবাহ ও ভারি বৃষ্টিপাত হয়। এতে ঘরবাড়ি ধ্বংস ও অবকাঠামো নষ্ট হয়। সরাসরি ও পরোক্ষভাবে পানিবাহিত রোগের মাধ্যমে প্রাণহানি ঘটে। এ বছর প্রভাব আরো খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ এক বছরেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ বন্যাপ্রবণ অঞ্চলে চলে এসেছে।</p> <p>আবু হামাদের একজন প্রত্যক্ষদর্শী টেলিফোনে এএফপিকে বলেছেন, ‘ভারি বৃষ্টির কারণে অধিকাংশ বাড়িঘর ও বাজারের সব দোকান ধসে পড়েছে।’</p> <p>সুদানের কেন্দ্রীয় জরুরি অপারেশন সেন্টার মঙ্গলবার জানিয়েছে, ৭ জুলাই থেকে প্রবল বর্ষণ ও বন্যায় দেশজুড়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অনেক মানুষ আহত হয়েছে এবং পাঁচ হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত সপ্তাহে লোহিত সাগরের উপকূলে পোর্ট সুদানে আকস্মিক বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। </p> <p>জাতিসংঘের মতে, জুন থেকে ভারি বর্ষণ ও বন্যার কারণে ২১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের অধিকাংশ ইতিমধ্যে প্রচণ্ড যুদ্ধের শিকার এলাকায় গেছে।</p>