<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে করা আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা স্থগিত করেছেন আদালত। গতকাল সোমবার ইসলামাবাদের জবাবদিহি আদালত (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) আগামী ৬ জানুয়ারি পর্যন্ত রায় ঘোষণা স্থগিত করেন। গতকাল আদালতে বিচারপতি নাসির জাভেদ রানা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ (সোমবার) রায় ঘোষণা করা হবে না। ছুটি (আদালতে) শুরু হচ্ছে এবং হাইকোর্টে একটি কার্যধারাও আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার থেকে আদালতে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। আগামী ১ জানুয়ারি পর্যন্ত এই ছুটি চলবে। দেশটির সাধারণ নির্বাচনের পরপরই গত ২৭ ফেব্রুয়ারি দুর্নীতির এই মামলায় ইমরান ও বুশরাকে অভিযুক্ত করা হয়। ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কারাগারে বন্দি। ১৯ কোটি পাউন্ড তছরুপের অভিযোগে তাঁর ও বুশরা বিবির বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাটি করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। সূত্র : ডন</span></span></span></span></span></p>