<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ২০ বছর পর কী করবেন তা ঠিক করতে নতুন প্রজন্মের দিকে তাকান। একটি ১৬ বছরের কিশোরের কৌতূহল কিসে, চিন্তা-ভাবনা কেমন এবং ভবিষ্যতে সে কী চায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তা জানতে চেষ্টা করুন। সম্প্রতি লিংকডইনের সিইও রায়ান রোলান্সকিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শুধু বড়দের পরামর্শ নিলে উদ্ভাবনী চিন্তা করতে পারবেন না। সীমাবদ্ধতা তৈরি হবে। আমাদের আগের প্রজন্মের দৃষ্টিভঙ্গি বর্তমান ধারা ও ভবিষ্যতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না-ও হতে পারে।</span></span></span></span></p>