<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছোটবেলায়ই মানুষের সঙ্গে নৈতিক ব্যবহার করা এবং একই সঙ্গে জেতার মনমানসিকতা তৈরি করে দিয়েছিলেন মা। সম্প্রতি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইন গুড কম্পানি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের পডকাস্টে এ কথা জানান মাইকেল ডেল (৫৯)। তিনি বলেন, অভিভাবকরা সব সময় সঠিক বা সব সময় ভুল, ব্যাপারটি কিন্তু তা নয়। কিছু বিষয়ে নিজে ঝুঁকি নিন। তরুণ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কর্মক্ষেত্রে হাসতে না পারলে বা অন্যের পেছনে লেগে থাকলে আপনি ভুল করছেন। নিজেকে নিয়ে হাসার গুণটিও থাকতে হবে।</span></span></span></span></p>