<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরাজগঞ্জ-২ আসনের অপসারিত এমপি জান্নাত আরা তালুকদার হেনরী ও তাঁর স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুদক। দুদক ঢাকা প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শাহ আলম সেখ বাদী হয়ে গতকাল সোমবার পাবনা সংবলিত জেলা কার্যালয়ে এবং দুদক ঢাকা প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে রবিবার (২২ ডিসেম্বর) ঢাকা প্রধান কার্যালয়ে পৃথক মামলা দুটি দায়ের করেন। </span></span></span></span></span></p>