<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে সংকট আরো ঘনীভূত হবে বলে মনে করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিএনপির সঙ্গে সমমনা গণ অধিকার পরিষদ (একাংশ) এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) পৃথক বৈঠকে এমন মতামত দেন নেতারা। গতকাল সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। গত শনিবার ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ধারাবাহিক বৈঠক শুরু করে বিএনপি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকে জাতীয় নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে জোট নেতাদের কাছে মতামত জানতে চায় বিএনপি। এসব জোট ও দলের নেতারা অভিন্ন সুরে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই ২০২৫ সাল অতিক্রম করতে পারে না। এই সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়বে, পতিত সরকারের দোসররা আরো শক্তি সঞ্চয় করে গভীর ষড়যন্ত্র করতে সক্ষম হবে। এতে দেশ ও জাতির বড় ক্ষতি হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্রে আরো জানায়, নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বৈঠকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। খুব শিগগির নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পক্ষে মতামত দিয়েছেন নেতারা। তাঁরা বলেছেন, অতি কম সময়ের মধ্যে নির্বাচনসংক্রান্ত সংস্কার করে অতিদ্রুত নির্বাচন দিতে হবে। অন্যথায় যে সমস্যা ও সংকট তৈরি হচ্ছে তা দূর হবে না, বরং আরো ঘনীভূত হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আভাস দেখছি না</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">: </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">“</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকার থেকে নির্বাচনের যে সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে, এটা আমাদের কারো জানা ছিল না এবং কারো সঙ্গে আলোচনাও হয়নি। যেখানে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আলোচনার কথা বলা হয়েছে। আমরা মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামীর নির্বাচন। সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে যে কথা হচ্ছে, এ ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি। সুতরাং আমরা অবগত নই, কী কারণে এত দীর্ঘ সময় নিয়ে একটা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সময়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দেওয়া হয়েছে। এটা জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম, সেই যৌক্তিক সময়ের মধ্যে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">”</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পৃথক লিয়াজোঁ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান মো. ফারুক-উজ-জামান চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম ও দপ্তর সম্পাদক জাবেদুর রহমান। গণ অধিকার পরিষদ একাংশের পক্ষে দলটির আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, সদস্যসচিব ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য জিসান মহসিন, শিরিন আকতার, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান, সদস্য আরিফ বিল্লাহ, ইমামউদ্দিন, শফিকুল ইসলাম রতন, থোয়াই চিং মং চাক ও সাকিব হোসাইন উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p>