<p>উদীচী জন্মলগ্ন থেকে মেহনতি মানুষের জন্য সংগ্রাম করে আসছে। পাশাপাশি লড়াই করে আসছে ধনী-গরিবের বৈষম্য দূর করতে। ফ্যাসিবাদের বিরুদ্ধে উদীচী লড়াই করে গেছে। ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। কিন্তু রাষ্ট্র ও সমাজ থেকে ফ্যাসিবাদ দূর হয়নি। রাষ্ট্রের পূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য উদীচী লড়াই করে যাবে।</p> <p>গতকাল শুক্রবার রাজধানীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনোই শত ষড়যন্ত্রে’—প্রতিপাদ্যে শুরু হয়েছে এ সম্মেলন। সকালে জাতীয় নাট্যশালার প্রধান ফটকের সামনে সম্মেলনের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে শহীদ নাফিজের মরদেহ বহনকারী রিকশাচালক নূর মোহাম্মদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন চলচ্চিত্রকার মুহাম্মদ কাইউম।</p> <p>আজ শনিবার সকাল ১০টা থেকে চিত্রশালা মিলনায়তনে ঢাকা মহানগর সংসদের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে ঢাকা মহানগর সংসদের নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে।</p> <p>গতকাল সকালে উদ্বোধন অনুষ্ঠানের পর শোভাযাত্রা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে সেনাবাহিনী উদীচীর কর্মীদের চিত্রশালা মিলনায়তনে প্রবেশে বাধা দেয়। এতে প্রায় এক ঘণ্টা দেরিতে পূর্বনির্ধারিত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর সংসদের সভাপতি নিবাস দের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন নাফিজের মরদেহ বহনকারী রিকশাচালক নূর মোহাম্মদ, চলচ্চিত্রকার মুহাম্মদ কাইউম প্রমুখ।</p> <p> </p>