<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর জানাজা ও দাফন আজ শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নগরীর দৌলতপুরের নিজ এলাকায় জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার থেকে লাশ নিয়ে রওনা দিয়ে রাতে খুলনায় পৌঁছানোর কথা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে কাউন্সিলর টিপু হত্যায় অভিযুক্ত কেসিসির অপর কাউন্সিলর হাসান ইফতেখার চালু ও কক্সবাজারের ভুট্টো নামের অপর এক ব্যক্তি আটক হলেও মূলত যে নারীকে নিয়ে তাঁরা দুজন কক্সবাজারের হোটেলে উঠেছিলেন, সেই রহস্যময় নারীকেই খুঁজছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সব মিলিয়ে টিপু হত্যা এখনো রহস্যেঘেরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপরদিকে, কক্সবাজার সিগাল পয়েন্টে আততায়ীর গুলিতে নিহত খুলনার বরখাস্ত কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ মহানগর শাখার সহসভাপতি গোলাম রব্বানী টিপুর বাড়ি দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কেন তাঁকে কক্সবাজারে নিয়ে গিয়ে হত্যা করা হলো তা নিয়েও চলছে নানা আলোচনা। নিহত টিপু নিজেও দক্ষিণ জনপদের অন্যতম শীর্ষ চরমপন্থী নেতা হুজি শহীদ হত্যা মামলার আসামি। ওই হত্যাকাণ্ডে খুলনার আরেক কাউন্সিলর এবং ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইফতেখার চালু আটক হওয়ায় বেড়েছে গুঞ্জনের মাত্রা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁর জনপ্রিয়তা ও স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে টিপুকে হত্যা করেছে বলে দাবি করেছেন নিহতের বড় ভাই গোলাম রসুল বাদশা। তিনি বলেন, তাঁর ছোট ভগ্নিপতি পুলিশ ইন্সপেক্টর ইউনুসকে লাশ আনতে কক্সবাজার পাঠানো হয়েছে। তিনি লাশ নিয়ে গতকাল শুক্রবার বিকেলে রওনা দিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত টিপুর বাবা গোলাম আকবর খালিশপুর মহাসিন স্কুলের সাবেক শিক্ষক। গ্রামের বাড়ি রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর গোলাম রব্বানী টিপুর ওপর এক দফা হামলা হয়েছিল। ২০২৪ সালের ৭ এপ্রিল ভোররাতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁর বাড়ি লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে।</span></span></p> <p style="text-align:left"> </p>